সরাসরি সম্প্রচারে সংসদ - TopicsExpress



          

সরাসরি সম্প্রচারে সংসদ দেখিতেছিলাম, প্রধানমন্ত্রী বক্তব্য দিতেছিলেন। তোহ !!! হঠাৎ মনে হইতে লাগল, দূর হইতে হয়তোবা শেয়ালের হাক শুনিতে পাওয়া যাইতেছে। হুক্কা হুয়া হুয়া হুয়া... হুয়া হুয়া হুয়া...হুক্কা হুয়া হুয়া... প্রথমে ঠাহর করিতে পারিলাম না। ঢাকা শহরে, রাত্রির প্রথম প্রহরে কি করিয়া শেয়ালের ডাক শুনিতেছি। আমি কি পাগল হইয়া যাইতেছি। কিছু সময়কাল পড়ে ব্যাপারখানা বোধগম্য হইল, সংসদে সরকার দল আর বিরোধী দলের মন্ত্রী এমপিরা, একজন অন্য জনকে উদ্দেশ্য করিয়া যাহা ইচ্ছা তাহাই বলিয়া যাইতেছে। সংসদে সেই শব্দই প্রতিফলিত হইয়া, ওরকম শেয়ালের ডাকের অনুভূতি জাগাইতেছে মনে। আশ্চর্য !!! আমরা এসব কাদের ভোট দেই, যারা সংসদের মত জায়গাতে নার্সারির বাচ্চাদের মত চেঁচামেচি করে। যারা ওই আসনের মর্যাদা আর সামান্য সম্মান টুকু বজায় রাখতে পারেনা আমরা তাদেরকেই ভোট দিচ্ছি প্রতি বার ??? বলি, পাছায় আর কত ঘা পড়িলে আমরা ইহাদিগকে পরিত্যাগ করিব !!!
Posted on: Sat, 29 Jun 2013 17:50:18 +0000

Recently Viewed Topics




© 2015