সরকারের দাবি শুনে মনে হয় - TopicsExpress



          

সরকারের দাবি শুনে মনে হয় শতবর্ষের মধ্যে তারাই সবচেয়ে জনপ্রিয়। দেশে তারাই সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। হায়রে পোড়া কপাল, সেনা হত্যা, ৫ মে হেফাজতের আলেমদের হত্যা, গুম, বিডিআর নির্যাতন, শেয়ারবাজার লুট, ডেসটিনি প্রতারণা, হলমার্ক ব্যাংক লুট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি, রিমান্ডে টর্চার, আজ্ঞাবহ বিচার বিভাগ, ইনডিয়াকে অবাধে ট্রানজিট দান, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ও ধস। ---------------তাহলে এসব কি আমি করলাম ? ক্ষমতার এতো লোভ ? মুখ দিয়ে সবসময় লালা পড়ে ? তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে অসুবিধা কোথায় ? মনে এতো ভয়ই কেন ? যদি এতোই উন্নতি করে থাকেন, জনগণ আপনাকে ভোট দেবে। নো টেনশন---- ডু ফুর্তি ! বাংলার জনগণ বেঈমান নয়ই !
Posted on: Sat, 24 Aug 2013 13:18:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015