সরকারের দালাল - TopicsExpress



          

সরকারের দালাল পরিবেশবিদরা EIA রিপোর্টে বলেছে রামপালের কয়লা বিদ্যুৎ প্রকল্পের সালফার ডাই অক্সাইড নির্গমন হার কমালেই সুন্দরবনসহ আশেপাশের মানববসতি নিরাপদ হয়ে যাবে। পারদ (Mercury) নিয়ন্ত্রণের প্রযুক্তি যেহেতু এখনো আবিস্কৃতই হয় নাই তাই রিপোর্টে পারদ বিষয়টা সরাসরি চেপে যাওয়া হয়েছে। তবে মজার ব্যাপার হলো একটি ২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্পে সালফার ডাই অক্সাইড নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি কিলোওয়াটে ছয়শো সাত ডলার খরচ হয়, যেই টাকায় একটি প্রাকৃতিক গ্যাসের বিদ্যুৎ প্রকল্পে সমপরিমাণ বিদ্যুৎই উৎপাদন করা যায়। রামপালের কয়লা বিদ্যুৎ প্রকল্প কেবল আমাদের জল-জঙ্গল-জনবসতি উজার করবে নাম, সাথে বাড়িয়ে দেবে বিদ্যুতের খরচ। আর বিদ্যুতের মূল্য বাড়লে বাড়বে ফসল কিম্বা নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন খরচ; অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি দেশের অর্থনীতি ধ্বংস করে দেবে বিদ্যুৎ উৎপাদনের দিন থেকেই। সালফার ডাই অক্সাইড বিষয়ক তথ্যের সোর্স:(EPA Power Plant Standards: A Powerful Catalyst for Modernizing our Electric System, Rachel Cleetus, Senior Climate Economist, UCS, A Union of Concerned Scientists Background Paper, March 20, 2012, P-5) (Collected)
Posted on: Sat, 31 Aug 2013 09:33:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015