সরকারের পায়ের নীচে মাটি - TopicsExpress



          

সরকারের পায়ের নীচে মাটি না থাকলে যা হয় ---------------------------------------------- ফ্যাসিবাদী সরকারর একের পর এক বর্বর আচরণের মাধ্যমে দেশবাসীকে বিষিয়ে তুলেছে হত্যা,গুম,বর্বরতা এসব সবাইকে তাড়িয়ে ফিরছে জনগনের অননোমুদিত চলতি সরকার খুনের নেশায় মেতে উঠেছে কখনো রাষ্ট্রীয় বাহিনীকে আর কখনো দলীয় বাহিণী দিয়ে বিরোধী শিবিরের নেতা কর্মীকে তুলে নেয়ার পর হয়ত বা পঙ্গু বা লাশ হিসেবে নদী-নর্দমায়,খালে-বিলে-ডোবায় নিথর দেহ মিলছে। রাষ্ট্র লা জবাব! হয়তবা বলা হয় আমরা কিছুই জানিনা অথবা সংর্ঘষে নিহত বা বন্ধুক যুদ্ধে মারা যাবার কল্পকাহিণী বানিয়ে প্রচারের চেষ্ঠা চালানো হয়। সীতাকুন্ডে গতকাল অপহৃত শিবির নেতা মোশারফ হোসেনের গুলিবিদ্ধ লাশ আজ পাওয়ার পর তার পিতা হাওমাউ করে কেঁদে বললেন-‌‌ আমার ছেলে তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলেছে,মানুষের উপকার করেছে এটাই কি তার অপরাধ? গতকালকে সাতক্ষীরায় ১৪ বছেরর এক কিশোরকে শুধু তার পরিবারের কেউ সরকার বিরোধী মতের হওয়ার কারণে আগের দিন গুম করে পরের দিন গুলিবিদ্ধ লাশ ফেলে দিয়ে যায় সরকার বাহিণী! কেন দলের বা পরিবারের বক্তব্য প্রচার বা যারা অপরাধী তাদের পরিচয় প্রচার সংস্থা গুলো বলতে নারাজ? কেন আইন আদালত বাকরুদ্ধ, নিরব? হয়ত বা সত্য জানার সব পথ গুলো বন্ধ হয়ে যাবে। এখন যা লিখছি হয়তবা একদিন সরকার ফেসবুক আবারো বন্ধ করে দিলে তাও পারবনা। মানবাধিকার শুধু গুমরে মরবে। পাশবিকতা উল্লাসে উল্লাসে হুংকার ছড়াবে। এর পর ও হলফ করে বলতে পারি জালিমদের প্রতিটি জুলুমে মজলুম মানবতার কষ্ঠের দিন ধীরে ধীরে ফুরাতে থাকে আর জালিমদের পায়ের নীচের মাটি সরতে থাকে তাদের অপকর্মের ফল লাভের কিনারায় গিয়ে ধাক্কা খাবে তাদের অজান্তেই। Abdul Zabbar Secretary General Bangladesh Islami Chhatrashibir
Posted on: Sun, 19 Jan 2014 14:29:15 +0000

Trending Topics



-10151729682092617">A decisão do presidente do Supremo Tribunal Federal de mandar
Black Skin Care For Men CLICK TO DOWNLOAD FREE Acne No More >>
Las Mejores Universidades del Perú La prestigiosa revista
READINGS OF THE DAY FIRST READING Is 26:1-6 Let in a nation
shambhala village:---- In Tibetan Buddhist and Indian

Recently Viewed Topics




© 2015