সর্বকালের সেরা ১০ - TopicsExpress



          

সর্বকালের সেরা ১০ স্নাইপার নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে । যেমন ধারনা করা হয় জার্মান এক স্নাইপার ছিলেন যিনি শুধু স্তালিনগ্রাদ এই ১০৭০ টা নিশ্চিত কিল শট নিয়েছিলেন কিন্তু তার নাম আজো জানা সম্ভব হয় নি । এরকম আরও ৩ জন নিভৃতচারী মাস্টার স্নাইপার আছেন বলে ধারণা করা হয় কিন্তু তারা কখনো জনসমক্ষে আসেননি অথবা তারা হয়ত শুধুই বইয়ের পাতায় স্থান পেয়েছেন কল্পনা থেকে । তবে এখানে যে ১০ জনের নাম আমি লিখব তারাও কম না :/ তাদের কে নিয়েও যথেষ্ট জল ঘোলা হয়েছে । কারো লিস্ট এর সাথে কারো লিস্ট এর মিল নেই :/ তাই আমি ইন্টারনেট ঘেঁটে সবথেকে বেশী কিল শট নেওয়া অনুযায়ী সর্বশ্রেষ্ঠ ১০ জনের তালিকা করলাম । আরও বলে রাখা ভালো , মূলত স্নাইপিং অনেক পুরাতন একটা বিদ্যা কিন্তু ব্যাপক হারে এর ব্যবহার শুরু হয় দ্বিতীয় বিশ্বজুদ্ধে । আর তাতে প্রথম প্রথম হিটলার এর বাহিনী কিছু কারুকাজ দেখালেও স্নাইপিং কে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন রাশিয়ান সৈন্য রা । তার স্পষ্ট ছাপ আছে এ লিস্টে । ১০। স্তেপান ভাসিলিভিচ পেত্রঙ্কো (Stepan Vasilievich Petrenko) ৪২২ টা কিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যে রাশিয়ান স্নাইপার দের কোন তুলনা ছিল না তার উৎকৃষ্ট প্রমান স্তেপান ভাসিলিভিচ পেত্রঙ্কো । রাশিয়া বুঝতে পারে যুদ্ধের অন্যতম বড় অস্ত্র হবে এসব স্নাইপার । তাই তারা ক্রমাগত ট্রেনিং দিতে থাকে স্নাইপিং এর এবং সে সময়ের ই আবিস্কার স্তেপান ভাসিলিভিচ পেত্রঙ্কো । উনি ছিলেন একজন এলিট স্নাইপার । ৪২২ টা নিশ্চিত কিল নিয়ে তাই উনি জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরা স্নাইপার দের খুব ই ছোট্ট তালিকার ১০ নাম্বারে । ৯। ভাসিলিজ ইভানোভিচ গলোসভ ( Vasilij Ivanovich Golosov) ৪২২ টা কিল আরেকজন রাশান স্নাইপার । ভাসিলিজ ইভানোভিচ গলোসভ এর ও ৪২২ টা কিল । কিন্তু ৯ নাম্বার এ জায়গা তাকে শুধু শুধু দেওয়া হয়নি । যুদ্ধক্ষেত্রে তিনি শুধু সাধারণ সৈন্য মারেননি , ৪২২ জনের ভেতর ৭০ জন ছিল প্রতিপক্ষের ভয়ঙ্কর সব স্নাইপার ! ! ! বিশ্বযুদ্ধ শেষে স্নাইপিং মেডেল পাওয়া হাতেগোনা স্নাইপার দের ভেতর তিনি একজন । ৮। ফয়দোর ত্রফিমভিচ দায়াচেঙ্কো ( Fyodor Trofimovich Dyachenko) ৪২৫ টা কিল আরও একজন রাশিয়ান । ইনি কিন্তু প্রকৃত রাশিয়ান বীর । Distinguished Service Cross for “extraordinary heroism in connection with military operations against an armed enemy.” মেডেল পাওয়া হাঁতে গোনা কয়েকজন এর একজন । ৪২৫ টা কিল নিয়ে উনি তাই ৮ এ । ৭। ফয়দোর মাতভেভিচ অখলপকভ (Fyodor Matveyevich Okhlopkov) ৪২৯ টা কিল ফয়দোর মাতভেভিচ অখলপকভ ছিলেন সর্বকালের সবথেকে ভয়ঙ্কর স্নাইপার দের একজন । আরও একজন রাশিয়ান । ফয়দোর মাতভেভিচ অখলপকভ এবং তার ভাই একসাথে নাম লিখিয়েছিলেন রেড আর্মি টে। যুদ্ধক্ষেত্রে তার ভাই তার সামনেই নিহত হন । এবং সেটাই সম্ভবত কাল হয়ে ওঠে জার্মান সৈন্য দের জন্য । কারন ফয়দোর মাতভেভিচ অখলপকভ প্রতিজ্ঞা করেন তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিবেন । এবং তা করতে যেয়ে তিনি রক্তের নেশায় পাগল হয়ে যান । থামেন তার স্নাইপার রাইফেল দিয়ে ৪২৯ তা এবং সাব মেশিনগান দিয়ে আরও ৬০০+ হত্যা করার পর ! তাকে পরে অর্ডার অফ লেনিন এ ভূষিত করা হয় । ১৯৭৪ সালে একতা রাশিয়ান কার্গো জাহাজ এর নাম তার নামে করা হয় । ৬।মিখাইল ইভানোভিচ বুদেঙ্কভ ( Mikhail Ivanovich Budenkov) ৪৩৭ তা কিল রাশান । ৪৩৭ তা কিল নিয়ে তিনি আছেন ৬ নাম্বারে । অন্য দের সাথে তার বেশী একটা পার্থক্য নেই । শুধু তিনি ছিলেন প্রচণ্ড একাগ্র এবং কাজের প্রতি নিবেদিত । তিনি পুরো স্নাইপিং এর ইতিহাসে ঠাই করে নিয়েছেন একটি ছোট ঘটনার মাধ্যমে । এক জার্মান জেনারেল কে ফেলে দেওয়ার জন্য শাখালিন কারাগারের পাশে ২০০ ফুট উঁচু একটা গাছের একটা ডালে টানা ৬ দিন একি ভাবে শুয়ে থেকে অবশেষে এক শটে জেনারেল কে ঠাণ্ডা মাথায় হত্যা করেন সপ্তম দিন ভোরে । ৫। ভ্লাদিমির নিকোলাইভিচ চেলিন্সতেভ (Vladimir Nikolaevich Pchelintsev) ৪৫৬ টা কিল আর একজন এলিট রাশিয়ান স্নাইপার । পুরো রাশিয়াকে নাকি উনি হাতের উলটো পিঠের মত চিনতেন । ফলাফল , যেখানেই গেছেন , ডালে বসা পাখির মত টার্গেট কে ফেলেছেন কোন কষ্ট ছাড়ায় । টোটাল কিল ৪৫৬ টা । ৪। আইভান নিকোলাইভিচ কুলবারতিনভ (Ivan Nikolayevich Kulbertinov) ৪৮৯ টা কিল একজন রাশিয়ান ! আমি বাজি ধরে বলতে পারি আপনারা কেউ অন্তত এ তালিকা তে কোন নারীদের মত গড়নের কাউকে আশা করেন নি ! কিন্তু রাশিয়ানদের দেশ প্রেমের উদাহরণ হচ্ছেন আইভান নিকোলাইভিচ কুলবারতিনভ । উনার উচ্চতা ছিল ৫’২” । ছিপছিপে দেহের ওজন ছিল ৪৭ কেজি । কিন্তু তার দেশপ্রেমের কাছে এগুলো কোন বাধা হতে পারে নি । বারবার প্রত্ত্যাক্ষিত হয়েও তিঞ্জি চেষ্টা করেন সেনাবাহিনী তে আসতে। অবসেশে তাকে নেওয়া হয় এবং তার প্রতিদান দিয়েছেন শত্রুপক্ষের ৪৮৯ জনকে মেরে । ৩। নিকোলাই ইয়াকোভেলভিচ আইলিন ( Nikolay Yakovlevich Ilyin) ৪৯৪ টা কিল ২০০১ সালে একটা সত্য ঘটনা অবলম্বনে “Enemy at the Gates” নামে একটা হলিউড সিনেমা রিলিজ পায়। নিকোলাই ইয়াকোভেলভিচ আইলিন এর কাহিনী অবলম্বনেই তৈরি হয়েছিল এই সিনেমা টি । স্তালিনগ্রাদে তার অসমসাহসী যুদ্ধ কোন কিছুর সাথে তুলনা করা কঠিন । ফাকা একটা চৌরাস্তার ভেতর শুয়ে একটা বোল্ডারের পেছনে আশ্রয় নিয়ে আড়ালে থাকা ৭২ জন জার্মান স্নাইপার কে ফেলেদিয়েছিলেন নিকোলাই ইয়াকোভেলভিচ আইলিন ২ ঘণ্টার ভেতর ! ! ! মোট ৪৯৪ টা কিল নিয়ে উনি আছেন ৩ নাম্বার এ । যদিও তার কিল শট নিয়ে একটু ঝামেলা আছে । অনেক দলিল দেস্তাবেজ বলে এটা ৪৯৭ হবে ! ২।আইভান মিহাইলোভিচ সিডোরেঙ্কো ( Ivan Mihailovich Sidorenko ) ৫০০ কিল স্নাইপার হিসেবে একমাত্র ব্যক্তি হিসেবে আইভান মিহাইলোভিচ সিডোরেঙ্কো পেয়েছেন অত্যন্ত সমাদৃত পদক “Hero of the Soviet Union” । বিশ্বযুদ্ধ প্রক্কালে তাকে কলেজ থেকে বহিস্কার করে দেওয়া হয় । পরে সেনাবাহিনী তে যোগ দেন সাধারণ একজন সেনা হিসেবে । জীবনের কাছে নিজেকে প্রমান করার জন্য তিনি স্নাইপিং ট্রেনিং নেন এবং ফলাফল বড়ই ভয়ঙ্কর । প্রশিক্ষণ শেষের মাত্র ১ বছর পর যুদ্ধাহত না হলে কে জানে তার কিল শট এর সংখ্যা কতো তে যেয়ে পৌঁছাত । ৫০০ কিল নিয়ে তিনি এই লিস্টের ২ নাম্বারে । তবে তিনিই হচ্ছেন রাশিয়ার সর্বকালের সেরা স্নাইপার ১। সিমো হাইহা (Simo Häyhä) ৫৪২ টা কিল সাদা মৃত্যু ! এই এক কথাই যথেষ্ট সিমো হাইহার জন্য । সাক্ষাৎ যমদূতের মত বরফের ভেতর সাদা ওভারঅল পরে ঘাপটি মেরে থাকতেন এই ফিনিশ বীর । অনেক বলেন তার টোটাল কিল শট ৭০০ – ১২০০ এর ভেতর । কিন্তু সিমো হাইহা বলেন এটা ৫৪২ ই । কারন ওই ৫৪২ এর প্রত্যেক টা ছিল রাশান সৈন্য ! ! !
Posted on: Fri, 29 Aug 2014 06:53:50 +0000

Trending Topics



NEW VIEWS ON YOUTUBE!!!! & STILL COUNTING Thanks
re posting...if you actually care I would be sending this
Tennant - 367686 Seal Bulb 90 0.50D .25Grip 123.0L nw150s fiokou0
Friends: You likely got that rather alarming chain email about

Recently Viewed Topics




© 2015