সর্বশেষ টার্মের প্রশ্ন - TopicsExpress



          

সর্বশেষ টার্মের প্রশ্ন বিশ্লেষণ - পর্ব - ০২ - থার্মাল ইঞ্জিনিয়ারিং -------------------------------------------- টেক্সটবই কিনুন, টেক্সটবই পড়ুন, অধ্যায়ভিত্তিক পড়ুন, যে অধ্যায় পড়ুন না কেন, অধ্যায়ের সকল টপিকস ধারাবাহিকভাবে রিডিং পড়ুন, গুরুত্বপূর্ণ বিষয় মুখস্থ করুন । অধ্যায়ের সকল গাণিতিক সমস্যা সমাধান করুন । প্রথমে উধাহরনে প্রদত্ত সমস্যাসমূহ করুন, তারপর এক্সারসাইজের অংকসমূহ করুন । কোনভাবেই একটি অংকও বাদ দিবেন না, কারণ এক্সারসাইজ থেকে হুবহু অংক এসেছে থার্মাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ! ! ! @ Thermodynamics-an Engineering Approach-Younus A Cengel [Textbook] ----------------------------------------------------------------------------- Chapter to be Read: Ch-07 - 1(a) - Topics-7.1 [page no - 332] Ch-01 - 1(b) - [page no -15 ] Ch-01 - 1(c) - [page No-40] Ch-03 - 1(d)- exercise 3.135 [ page no - 164] Ch-06 - 2(a) - Topics - 6-3 [Page No - 282] Ch-10 - 2(b) - Topics - 10-1 [page no -552] Ch-10 - 2(c) - exercise 10.32 [page No - 593] Ch-11 - 6(c) Exercise 11.20 [Page No-639] ---------------------------------------------------------------------------- Thermal Engineering - R.S. Khurmi [reference book] 4(c) - page no - 519 [অনুরূপ] 5(a) - Boiler - সম্পর্কিত অধ্যায় 5(b) - বয়লার সম্পর্কিত অধ্যায় 5(c) - বয়লার সম্পর্কিত অধ্যায় 6(a) - page no - 783 + page no - 785 উপরের ডাটাগুলো আপনাকে দিলাম প্রশ্ন কোন বই থেকে আসছে সেটার উপর কিছুটা ধারনা নেওয়ার জন্য । অংকগুলো হুবহু চেঞ্জেলের বই থেকে এসেছে, থিওরিসমূহ এসেছে চেঞ্জেলের বইয়ের উপর বেজ করে । চেঞ্জেলের বইতে যেসকল টপিকস আছে, সেগুলো খুরমির বইতে আছে । যায় হোক, সময়ের স্বল্পতার জন্য এখানেই উপসংহার টানতে হচ্ছে, এভাবেঃ @ Thermodynamics-an Engineering Approach-Younus A Cengel [Textbook] @ Thermal Engineering - R.S. Khurmi [reference book] এই দুইটি বই ফলো করতে হবে । চেঞ্জেলের বই এর অধ্যায়সমূহের উধাহরনে প্রদত্ত অংক করার পাশাপাশি এক্সারসাইজের অংকসমূহ অনুশীলন করতে হবে কোন কোন অধ্যায় পড়তে হবে, সেটা এখানে উল্লেখ করলামঃ Chapter 1 INTRODUCTION AND BASIC CONCEPTS [জানার জন্য] Chapter 2 ENERGY, ENERGY TRANSFER, AND GENERAL ENERGY ANALYSIS [জানার জন্য] Chapter 3 PROPERTIES OF PURE SUBSTANCES Chapter 7 ENTROPY Chapter 9 GAS POWER CYCLES Chapter 10 VAPOR AND COMBINED POWER CYCLES Chapter 11 REFRIGERATION CYCLES এই অধ্যায়গুলো থেকে পাশ মার্কস এসে যাবে, এ+ মার্কস এসে যাবে । Thermal Engineering - R.S. Khurmi -এর বই থেকে কিছু টপিকস মুখস্থ রাখতে হবে, যদি নিশ্চিতভাবেই এ+ পেতে চান, তবেই । এখন সিদ্ধান্ত আপনার, কিভাবে পড়বেন । ভাল থাকবেন । প্রশ্ন কঠিন হয়নি, শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার ধরনে সমস্যা রয়েছে । প্রশ্ন সব হুবহু বই থেকেই করা হয়েছে । অতএব বই পড়ুন, ভালোভাবে পড়ুন । পাশ করে যাবেন । [সময় স্বল্পতার জন্য, সম্পূর্ণ আর্টিকেল শেষ হওয়ার আগেই পোস্ট করে দিলাম, পরবর্তীতে আরও কিছু জিনিস যুক্ত করা হবে । ]
Posted on: Tue, 16 Dec 2014 20:14:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015