★সুন্দর একটি ঘটনা - - TopicsExpress



          

★সুন্দর একটি ঘটনা - অবশ্যই পড়বেন★ ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসে ছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ । কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের পরিচয় হল। কথা-বার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বললঃ আমি ৬ বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার ৫ বছরের একটি মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু ১ বছর আগে একটি সুন্দরী মেয়েরসাথে আমার পরিচয় হয় এবং আমরা একে-অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ : এখন আপনি কি করবেন? যুবক : আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। তবে, এখনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি। কি করা যায়, বলুনতো? অর্থনীতিবিদ : হুম . . . এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিনকাজ। কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায় !! ধরুন, আপনি আপনার বসের কঠিন কোন সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরষ্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরষ্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ ৫ লাখ টাকা দেয়া হবে। অথবা, ২ বছর পর ৭ লাখ টাকা দেয়া হবে । তখন আপনি কোনটি নেবেন? যুবক : অবশ্যই নগদ ৫ লাখ টাকাই নেবো। অর্থনীতিবিদ : কেন? যুবক : কে জানে, ২ বছর পর কী ঘটবে? ২বছরপর আমি টাকাটা পাবোই, এমন তো কোন নিশ্চয়তা নেই। কিন্তু ৫ লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। এবার অর্থনীতিবিদ হেসে বলল : আপনি একদম ঠিক বলেছেন। একইভাবে, ভবিষ্যতে ঐসুন্দরী আপনাকে এখনকার মতই ভালোবাসবে, এমন তো কোন নিশ্চয়তা নেই। কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে, আপনার স্ত্রী আপনাকে কতোটা ভালোবাসে .....।। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচন্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল . . .।। পোস্টটি কেমন লাগলো? জানাতে ভুলবেন না।
Posted on: Fri, 12 Jul 2013 16:03:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015