সূরা আল বাকারাহ এর উপর - TopicsExpress



          

সূরা আল বাকারাহ এর উপর উস্তাদ নোমান আলি খানের ১টা লেকচার শুনছিলাম। কোরআনের আয়াত ও কথা গুলো অনেক inter-linked. ভালোভাবে বিষয়গুলো জানতে পারলে আল্লাহর কিতাবের প্রকৃত সৌন্দর্য অনুধাবন করা সম্ভব। ১-৫ আয়াতে মহান আল্লাহ মু’মিনদের কথা বলেছেন, খুব সংক্ষিপ্তভাবে। ৬-৭ আয়াতে সংক্ষেপে এসেছে কাফিরদের কথা। এবং উল্লেখ্য “ কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য” ৮-২১ আয়াতে খুব বিস্তারিতভাবে এসেছে মুনাফিকদের কথা। আর বলা হয়েছে “তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি” এখানে noticeable হলো কাফির ও মুনাফিকের শাস্তি ভিন্ন ধরণের ও মাত্রার। মু’মিনদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, কাফিরদেরকেও সনাক্ত করা সহজ। তাদের ব্যাপারে আলোচনাও তাই সংক্ষিপ্ত। মুনাফিকদের অবস্থা এমন যে তারা মুমিনদের মধ্যে লুকিয়ে থাকে আর অন্তরে নিফাক পোষণ করে। তাদেরকে identify করা সবচেয়ে কঠিন আর তাই আল্লাহ রাব্বুল আল’আমিন তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন বিস্তারিত আলোচনার মধ্যে। তাদের চিরাচরিত কিছু বিষয় আমরা জানি। তারপরও বাকারাহ’র ৮-২১ আয়াতে তাদের কিছু symptom: 1. মুখে বলবে ইমান এনেছি অথচ তারা মু’মিন নয় 2. তারা ইমানদারদেরকে ধোঁকা দেয়। 3. মিথ্যা বলে 4. পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে বলবে আমরা তো শান্তি কায়েম করছি(এটি যেনো একদম আমেরিকার সাথে হুবহু মিলে যায়) 5. এরা নির্বোধ, কিন্তু এরা জানে না। এদের নির্বুদ্ধিতার একটি প্রকৃষ্ট উদাহারণ এবং ওদের overall যন্ত্রনাদায়ক শাস্তির sample আল্লাহ দেখিয়েছেন পরবর্তীতে। ২টি দৃশ্য। এগুলোর মর্মার্থ আমি এতোদিন বুঝতেই পারি নি। কিন্তু ২টি দৃশ্য যে কতো কথা ধারণ করে তা পরবর্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
Posted on: Sun, 25 Aug 2013 10:02:34 +0000

Recently Viewed Topics




© 2015