স্টাটাসটি পড়বেন!! কারো Like - TopicsExpress



          

স্টাটাসটি পড়বেন!! কারো Like Comment এর আশায় এটি লেখা হয়নি . . . . ?? আজ আমি আমার জীবনের এমন কিছু সত্য আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, যা কিনা আমি আমার কাছের মানুষটিকেও বলতে পারিনি! শৈশবে আমি আমার মাকে হারিয়েছি, বলাযেতে পারে মা থেকেও নেই। আমার দাদীই আমাকে কোলেপিঠে করে বড়ো করেছেন। তিনিও বছর আট আগে মারা গেছেন। (আল্লা্হ তাকে ক্ষমা করুন) এরই মাঝে আমার আব্বু আমার নতুন আম্মুকে নিয়ে আসলেন। আপনারা কম বেশি সবাই হয়তো জানবেন যে, সত্‍ মা (stape mother) কেমন হয়? ঠিক আমার ক্ষেত্রেও তার ব্যেতিক্রমটি ঘটেনি। শৈশবেই ৩টি কারন আমার জীবনে অভিসাপ হয়ে এসেছিল:- মা থেকেও এতিম, দ্রারিদ্রতা, আর দেখতে সুন্দর না হওয়াটা! হয়তো এ কারনেই গুটি কয়েক লোক ছাড়া আমাকে কেউ ভালবাসত না। আব্বু আ্মা্কে খুব ভালবাসত, বর্তমানে এই ভালবাসাটা আর নেই। ওইযে বললাম না, "স্টে্প মাদার" মাঝে মাঝে এই বিষয়গুলো আমাকে খুব ভাবিয়ে তোলে। মনেহয় আমার কিজানো একটা নাই, কিসের যেনো একটা অভাব বোধ করি? আর তখনি কান্না করে ভূলতে চেষ্টাকরি না পাওয়ার এই কষ্টগুলোকে। তবুও পারিনা। এভাবেই চলছে আমার এই পথচলা! বর্তমান আমার একুশ বছর রানিং। -এখন আমি একটা মেয়েকে পছন্দ করি। (বলাযেতে পারে এক পক্ষিয় ভালবাসা) সংগত কারণেই মেয়েটির নাম বলছিনা। একে ছাড়া বর্তমানে আমার আর কোন জাগতিক চাহিদা নেই। আর যদি কোন কারনে একেও হারাতে হয়, তাহলে হয়তো আমিও হারিয়ে যাব না ফেরার দেশে। যেখানে আমাকে কেউ খুজে পাবেনা, কোন দিনও না . . . . . #Hossain
Posted on: Wed, 02 Oct 2013 08:42:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015