স্টার জলসা - TopicsExpress



          

স্টার জলসা অশ্লীলতার চেয়ে আর কি ভয়ংকর হতে পারে??? নাটকের নাম মা ৩০ মিনিটের মধ্যে ১ সেকেন্ডও মায়ের কোন চিহ্ন পাওয়া যায় না, উল্টা নায়ক নায়িকার দীর্ঘক্ষনের গোপন অনুভুতি, আর রোমান্টিক কথাবার্তা শুনা যায় ৷ এটাই কি মা শব্দটির মর্মার্থ? তারপর আছে, মৌচাক, বধূবরণ, ইষ্টি কুটুম, বধূ কোন আলো লাগলো চোখে, চোখের তারা তুই, বোঝেনা সে বোঝেনা, আঁচল, জল নূপুর, তোমায় আমায় মিলে, কানামাছি ৷ একটা পরিবারের মধ্যে অশান্তি লাগানোর সকল সরঞ্জামের ব্যাবস্থা আছে এই নাটক গুলোতে ৷ মাত্র একটা চ্যানেল দেখেই এই অবস্থা আর বাকী সবগুলো চ্যানেল দেখলে কি হত আল্লাহই ভালো জানেন৷ আপনারা কি জানেন, ইন্ডিয়ান চ্যানেলের পিছনে আমরা বাঙালিরা বছরে প্রায় ১.৫ হাজার কোটি টাকা ব্যয় করি ৷ বাংলাদেশের ভাঙ্গাচুরা রাস্তা আর স্কুল মেরামত করতে কত টাকা লাগে রে ভাই??? কার্টুন সিরিয়াল ডরিমন বন্ধ করে দেওয়া হলো ৷ অভিভাবকরা অভিযোগ তুলেছে এই কার্টুনের জন্য নাকি বাচ্চাদের নানাবিধ অসুবিধা হয়, তারা নষ্ট হয়ে যায় ৷ আসল কথা হইলো বাচ্চাদের জন্য তারা তাদের স্বাধের ষ্টার জলসা, জি বাংলা এসব দেখতে পারেনা ৷ এখন, অভিভাবকদের অসুবিধার জন্য যদি ডরিমন বন্ধ করে দেওয়া হতে পারে৷ তবে ছেলে/ মেয়েদের অসুবিধার জন্য কেন Star Jalsha /Zee Bangla বন্ধ করা হবে না? মায়েদের দাবী, Star Jalsha /Zee Banglaর নাটক শিক্ষামুলক এবং পারিবারিক জীবনের শান্তির জন্য, সন্ধ্যা- মাঝরাত পর্যন্ত এটা দেখেন তারা ৷ অথছ, Star Jalsha শিক্ষা দেয় অহংকার, হিংসা, বিদ্ধেষ সহ আরো অনেক কিছু৷ এটা দেখে তারা কি শিখছে? এটা তাদেরকে শেখাচ্ছে একটা পরিবারের যে কোন একজন ভীলেন হবেই ৷ চাই সে হোক বাবা কিংবা মা, পিসী কিংবা মাসী ৷ অথবা বাইরের তৃতীয় কোনো ব্যক্তি। আর যার কারনেই তৈরি হয় ঐশিদের মত অপয়া মাতৃঘাতি কন্যা ৷ নতুবা, নাটোরের ৩ কিশোরীর মতো মেয়ে ৷ যারা কিনা টাপুর টুপুর নাটক দেখে রাতুল মাস্টার হবার প্রত্যয়ে ঘর ছেড়েছিল ৷ না হয়, সিরাজগঞ্জের রেখার মত মেয়ে ৷ যে কিনা টাপুর টুপুর নাটক না দেখতে পেরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল৷ অথবা, তৈরী হয় মৌলভীবাজারের সিরাজ মিয়ার মত স্বামী ৷ যে কিনা আঁচল নাটক দেখাকে কেন্দ্র করে নিজের বউয়ের মাথায় টিভি ভেঙ্গেছিলো ৷ পরে বউ মারা যায় ৷ কোন মানসিকভাবে সুষ্থ মানুষ কি এই সমস্ত নাটক দেখতে পারে??? এক মহিলাতো পাখি জামার জন্য স্বামী কে তালাক দিলো...চারটা মেয়ে আত্মহততা করেছে পাখি জামার জন্য । একটা ছেলে বউকে পাখি না দিতে পেরে আত্মহততা করেছে.. আপনারা কি মনে করেন ?? কি আর বলবো এখন কোন আত্মীয়দের বাড়ি বা পাড়ায় কারো বাড়ি গেলেও বিরক্ত বোধ হয়.. কারণ একটা পর্ব যদি মিস করে...নামাজ তো দূরের কথা আযান শুনলে অনেকে বিরক্ত হয়... সবাইকে এক হওয়ার আহবান জানাই..আর এখন খেলা দেখারো উপায় নাই.... ভবিষ্যতে বউ ষ্টার জালসা দেখবে আর পুরুষদের রান্না করে বউকে খাওয়াতে হবে... সবাই আমার কথাটা একটু ভাববেন ... √posted from Bd Youngster Magazine group
Posted on: Fri, 08 Aug 2014 08:17:09 +0000

© 2015