স্নায়বিক বিকাশজনিত - TopicsExpress



          

স্নায়বিক বিকাশজনিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষার লক্ষ্যে জাতীয় ট্রাস্ট আইন ২০১৩ যখন পাশ হয়েছিলো তখন মাথায় আসে নি... আইনের খসড়াটা আমার কাছে এসেছিলো কিন্তু ব্যস্ততার দরুণ মাথা ঘামিয়ে পড়ে দেখার সময় হয় নি। মাত্র কয়েক দিন আগেই পড়লাম ...পড়ার পর কি মনে হতে, Neurological Disorder এর লিস্ট দেখাতে গুগল মামাকে অনুরোধ করলাম। এতো এতো নাম দেখে মাথা ঘুরে গেলো এবং আফসোস হচ্ছে কেবল খসড়াটা হাতে পেয়েও কেন তখন মন দিলাম না!! ঘটনা হলো Neurological Developmental Disability: NDD এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে- ১। অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (Autism Spectrum Disorder : ASD) ২। ডাউন সিনড্রোম (Down syndrome) ৩। বুদ্ধি প্রতিবন্ধিতা (Intellectual Disability) ৪। সেরিব্রাল পালসি (Cerebral Palsy) আমি আইন বিশেষজ্ঞ নই, অগুনতি Neurological Disorder এর সাথেও আমার পরিচিতি নাই। শুধু তিনটা নামের সাথে বেশি পরিচিত এবং অনেকের মাঝেই দেখতে পাই তাই খুব করে মনে হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফী (Muscular Dystrophy), মায়োপ্যাথি (Myopathy) এবং স্পাইনাল কর্ড ইনজুরি (Spinal Cord Injury) এই তিনটিকে এই আইনের আওতায় আনা প্রয়োজন। কারণ আমার মতে, গুরুতর মাত্রার প্রতিবন্ধী মানুষ যাদের শিক্ষা, কর্ম, বিনোদন বা দৈনন্দিন সকল কার্যক্রমের জন্য অন্যের ওপর নির্ভরশীল হতে হয় তাদের এই ট্রাস্ট আইনের আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে। আমার বুঝবার জায়গায় যদি ভুল হয়ে থাকে বিজ্ঞজনেরা শুধরে দেবেন আশা করি! নতুন কিছুর আশায় এ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
Posted on: Sat, 13 Sep 2014 12:11:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015