স্বাধীনতার ঘোষণাঃ এক - TopicsExpress



          

স্বাধীনতার ঘোষণাঃ এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা-তৃতীয় পর্ব ২৭ মার্চ ভোরে ঘুম থেকে উঠে যথারীতি চা-নাস্তা করে ট্রান্সমিটারের দিকে রওনা হই। তখন সম্ভবত সকাল ৯টা। সহকারী আঞ্চলিক পরিচালক আবদুল মান্নান( যিনি একজন বিহারি ছিলেন) ট্রান্সমিটারে আমাকে টেলিফোনে নির্দেশ দেন যে, আমি যেনো টিক্কা খানের বক্তৃতা রিলে করি। আমি এই প্রস্তাবে সাড়া না দিয়ে চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আমি ট্রান্সমিটারের বারান্দায় গিয়ে বসি। তাঁর কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম কালুরঘাটের দিক থেকে একটি আর্মি জীপ বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ট্রান্সমিটারের ভিতরে প্রবেশ করলো। পরিচয় জানলাম তিনি মেজর জিয়াউর রহমান। সাথে আরও কয়েকজন আর্মি অফিসার। পরে জানতে পারলাম তাঁরা ক্যাপ্টেন অলি এবং মেজর মীর শওকত। যেহেতু গতকাল থেকে স্বাধীন বাংলা বেতারের দুই-তিনটি অনুষ্ঠান প্রচার হয়েছিলো তাঁর ধারাবাহিকতায় বেলাল মোহাম্মদ এবং আবুল কাশেম সন্দীপ রেডিও স্টেসনে অবস্থান করছিলেন। আমার পাশে বেলাল সাহেব বসা ছিলেন। জিয়াউর রহমান বসলে আমি পাশের অন্য একটি চেয়ারে বসে ট্রান্সমিটার অন করলাম। জিয়াউর রহমান ঘোষণাপত্র পাঠ করলেন। বললেন, আমি মেজর জিয়াউর রহমান বলছি, লিবারেশন অব আর্মি। এই ঘোষণা দেয়ার পর পেছন থেকে কেউ একজন বললেন- জিয়া ভাই বলেন, শেখ মুজিবুর রহমান আমাদের সঙ্গে আছেন। ওনার নির্দেশে আমরা যুদ্ধ করছি। তখনই তিনি সংশোধন করে অন বিহাফ অব শেখ মুজিব, শেখ মুজিব আমাদের সঙ্গে আছেন এবং আমরা তাঁর নির্দেশে যুদ্ধ করছি। তিনি বাংলা ইংরেজি উভয় ভাষাতেই ভাষণ দেন। ইংরেজী ধারাভাষ্যটি ছিলো এরকম- The Govt. of the Sovereign state of Bangladesh on behalf of our great leader, the supreme commander of Bangladesh Sheikh Mujibur Rahman, we hereby proclaim the Independence of Bangladesh and that Government headed by Sheikh Mujibur Rahman has already been formed. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is sole leader of the elected representatives of seventy five million people of bangladesh
Posted on: Fri, 05 Dec 2014 14:45:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015