স্রোতের মধ্যে থাকলে - TopicsExpress



          

স্রোতের মধ্যে থাকলে স্রোতের বিপরীতে যাওয়া যায় না। সবাইকে বা অনেককে ফলো করে সবাই বা অনেকের থেকে আলাদা হওয়া যায় না। আমাকে আমার অনেক শুভাকাঙ্খীই উপদেশ দেয় আমি যেন শিক্ষকদের কোন একটা পলিটিকেল অংশে যোগ দেই এবং তাহলেই কেবল পরিবর্তন করতে পারব। কিন্তু আমার ভয় পরিবর্তন করতে গিয়ে নিজে পরিবর্তন হয়ে না যাই। তাছাড়া আমি বিশ্বাস করি The man who follows the crowd will usually get no further than the crowd। একা হাটলে নতুন জায়গায়, যেখানে আগে কেউ বিচরণ করেনি তেমন জায়গায়, যাওয়া সম্ভব কিন্তু গড্ডালিকায় গা ভাসিয়ে নতুন কিছু করা প্রায় অসম্ভব। বাংলাদেশের একটা বড় সমস্যা হলো অধিকাংশ মানুষ বিশেষ করে প্রফেশনাল এবং intellectuals-রা মেইনস্ট্রিম দুটো ধারার কোন একটিতে dissolved হয়ে গেছে। তাদের স্বকীয়তা সম্পূর্ণ লোপ পেয়েছে। আর যারা সাহস করে স্বকীয়তা দেখাতে যায় তারা ছিটকে গেছে। এই সমাজে ভালো থাকতে হলে একলা চলার নীতিই সম্ভবত একমাত্র পথ। আমাদের নেতা নেত্রীরা জানেনা কিভাবে বড় নেতা হওয়া যায়। বড় নেতা নেত্রী হতে হলে ইউনিক কিছু করতে হয়। সবাই যা করে বা বলে সেগুলো করে বা বলে বড় হওয়া যায় না। To be different, you must strive to be what no one else but you can be.
Posted on: Fri, 16 Jan 2015 03:05:32 +0000

Trending Topics



lawyers denounce Shariah Authority decision to ban civil law in
Tera na mere dil di slate te ni main ghar hai banaeya ik ret

Recently Viewed Topics




© 2015