হে ঈশ্বর, এ বছর আমার - TopicsExpress



          

হে ঈশ্বর, এ বছর আমার এডমিশন টেস্ট।এবছর আমার কোথাও চান্স চাই না।কোথাও না।সামনের বছর ভালো করে পড়াশোনা করে কোথাও জায়গা খুঁজে নেবো।আমার জীবনের একটা বছরের বিনিময়ে তুমি শচীনকে বিদায়বেলায় একটা শতক দাও।যেন মাস্টার ব্লাস্টারকে শেষ বারের মত দেখতে পারি তিনি মাথার হ্যালমেট খুলে নিজের বাবাকে স্মরণ করছেন।তোমার কাছে জীবনে আর কিছুই চাইবনা। - কয়েকদিন ধরে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ছিলো এটা।কিন্তু তিনি এটা পূরণ করেননি। ব্যক্তি টেন্ডুলকার মাঠে থাকবেন না, কিন্তু তিনি ছায়া হয়ে থাকবেন প্রতিটি ক্রিকেটপ্রেমীর অন্তরে যতদিন ক্রিকেট থাকবে। আগামী একশত বছর পরেও কোন বাবাকে ধমকের সুরে বলতে শোনা যাবে, কিরে খোকা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ক্রিকেট খেললে পরীক্ষায় পাস করবি কেমনে? ছেলে ভীতকন্ঠে উত্তর দিবে,বাবা আমি শচীন টেন্ডুলকার হব। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম মমতাময়ী মায়ের এই কথাটা খুব মিস করবে, বাবা শচীন আউট। এবার গিয়ে পড়তে বস। বিদায় লিটল মাস্টার। বিদায় ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। বিদায় ক্রিকেটের স্বর্ণালী যুগ। ভালো থাকবেন আমি ক্রিকেট ঈশ্বরের ব্যাটিং দেখেছি, এমন সুভাগ্য নিয়ে কয়জন জন্মায় ! -প্রীতম দেব প্রীতু
Posted on: Sat, 16 Nov 2013 18:25:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015