হাসিনা শিক্ষা নিয়া - TopicsExpress



          

হাসিনা শিক্ষা নিয়া বক্তৃতা দিল ! আসলেই আওয়ামি মডেল অনুসরণ করা উচিৎ দুনিয়ার , পরীক্ষার আগের রাতে ফেইসবুক , মোবাইল ফোন , ওয়েবসাইট ইত্যাদি নানা রকম মাধ্যমে প্রশ্ন আউট করিয়া দেওয়া হবে । পোলাপান সব পাল ধরে সর্বোচ্চ নাম্বার পাবে । কি উন্নতি ! তার দেশে শিক্ষার কি অবস্থা সে কি জানে ! ঢাকা ইউনিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের বেশির ভাগ গোল্ডেন কি নরমাল জিপিএ ৫ পাওয়া ! আর সেই পরীক্ষায় পাশ মার্ক উঠাইতে পারেনাই... ৯০% এর চাইতে বেশি ছাত্র ছাত্রী !!! আর আপনি শিক্ষার কথা কন ! ছাত্রলীগের জন্যে কতোগুলা ইউনি বন্ধ হয়ে আছে ? কতগুলো বেসরকারি ইউনি অবৈধ ভাবে চালাচ্ছে আপনার দলের লোকেরা ? শিক্ষা খাতের কোটি কোটি টাকা মেরে খাচ্ছে সংশ্লিষ্টরা ? দুনিয়া আপনার ঠিক করতে হবেনা , এই দেশে ঠিক করেন । নোবেলের আশা ছাইড়া , এই দেশের সাধারণ জনতার কথা ভাবেন । এত দেশের জন্যে চিন্তা থাকলে কোটি কোটি টাকা খরচ করে ২০০ জন বিদেস যাইতেন না । যেইখানে ৫ জনের বেশি আর কারও কোন কাজই নাই , সেইখানে ২০০ জন কি করতে গেল সেইটার কৈফিয়ত দেন । ১০ কোটি টাকা দিয়ে কি কি করা যেত সেই হিসেব কি দেব ? copy Mental Disorder
Posted on: Fri, 26 Sep 2014 18:50:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015