হঠাৎ ইনবক্সে একটা ছেলের - TopicsExpress



          

হঠাৎ ইনবক্সে একটা ছেলের নক- একটা বিষয়ে আপনার পারস্পেক্টিভ জানতে চাচ্ছি...What do you think iss happiness? (is লেখতে গিয়ে ভুলে টাইপো হয়ে যায় ছেলেটার) মেয়েটা মনিটরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক হয়ে যায়...ISS আবার কী? এই বিষয়ে মানুষ আবার কেন তার মতামত চাচ্ছে? :/ সে গুগলিং করে- ISS উত্তর আসে- International Space Station!! মেয়েটা ভাবে, কী আশ্চর্য! ছেলেটা কি আঁতেল নাকি? এইসব জানতে চায় কেন? চাইলেও তার কাছে কেন? ইনবক্সে সে লেখে- কিছুই জানি না ভাইয়া!! আসলে এই বিষয়ে তেমন কিছুই পড়ি নাই তো!! ছেলেটা এইবারে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে...সুখ নিয়ে নিজের ভাবনা বলার জন্যে আবার পড়াশুনোও করতে হয়!! এই মেয়ে কি আঁতেল নাকি? :/ তারপর আরো অনেক ঘটনার পর পরস্পরকে ভুল বুঝে নেয়া সেই আঁতেল-আঁতেল ছেলেটা আর মেয়েটার একদিন বিয়ে হয়!! আর তারা বুঝতে পারে, তারা কেউই আঁতেল নয়, তবে ছেলেটার জানার পরিধি মেয়েটার থেকে অনেক বেশি!! ছেলেটার কাছে একদিন গল্প শুনতে শুনতে মেয়েটার মন খারাপ হয়ে যায়...সে ভাবে, সে এতো কম জানে কেন? মুখ ফুটে হঠাৎ বলে বসে ছেলেটাকে- মাঝে মাঝে আমার মনে হয়, আমি আপনাকে পাওয়ার যোগ্য না, আমি এতো কম জানি এইসব বিষয়ে!! ছেলেটা শুনে বলে- যে যাকে পাবার যোগ্য সে তাকেই পায়...আল্লাহ আমার জন্যে তোমাকেই ঠিক করে দিয়েছেন, আমি তোমাকে নিয়ে সম্পূর্ণ খুশি কারণ আমি তাঁর উপর নির্ভর করে তোমাকে জীবনে গ্রহণ করেছি আর আমি এই জীবনে তাঁর উপর নির্ভর করে কখনো ঠকি নি...তোমার কি মনে হয়, স্রষ্টা যে নিজেই তোমাকে বেছে নিয়ে আমার জীবনে পাঠিয়েছেন সেটা ভুল? তোমার বিচার করার ক্ষমতা তাঁর থেকে বেশি? মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়ে...আঁতেল ভেবে ভুল বুঝে নেয়া ছেলেটার কথা তাকে শান্তি দেয়...জীবনের এতো এতো প্রতিকূলতার ভীড়ে সে এমন স্বচ্ছ মনের একজন মানুষকে অর্ধাঙ্গ হিসেবে পাবে তা যে সে স্বপ্নেও ভাবে নি!! সেই শান্তি দেয়া ছেলেটার আজ জন্মদিন...আর সেই শান্ত হয়ে যাওয়া মেয়েটা তাকে নিয়ে আজকের এই স্ট্যাটাসটা লিখছে আর ভাবছে, এমন একজন মানুষকে পৃথিবীতে পাঠানোর জন্যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ না দিয়ে কি পারা যায়?
Posted on: Sun, 03 Aug 2014 17:55:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015