হরতাল দিচ্ছে হেফাজত - TopicsExpress



          

হরতাল দিচ্ছে হেফাজত !!! - চট্টগ্রামে ঐতিহ্যবাহী জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় পুলিশের অভিযান ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের লালখান বাজারের বাসায় তল্লাশি চালিয়ে এসিড ও মাদ্রাসা থেকে তিনটি গ্রেনেড উদ্ধার এর সাজানো নাটক বলে দাবি করছে হেফাজত। সূত্র জানায় এর প্রতিবাদে হরতাল দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে হেফাজতে ইসলাম। সারা দেশে হরতাল না দিলেও চট্টগ্রামে হরতাল দিচ্ছে হেফাজত। হরতালসহ আগামীদিনের কর্মসূচি নির্ধারনে হাঠহাজারী মাদ্রাসায় বৈঠক চলছে। - প্রসঙ্গত, সোমবার সকালে লালখান বাজার মাদ্রাসার ছাত্রবাসে বিস্ফোরণে ৭ ছাত্র আহত হয়। বিস্ফোরণের ঘটনাটি আইপিএস থেকে ঘটেছে বলে কর্তৃপক্ষ দাবি করলেও সন্দেহ হওয়ায় পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালায়। -
Posted on: Tue, 08 Oct 2013 09:03:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015