হুমায়ুন স্যারের ভক্ত - TopicsExpress



          

হুমায়ুন স্যারের ভক্ত যিনি উত্তপ্ত পিচের ওপর হলুদ পাঞ্জাবী পড়ে খালি পায়ে হেটেছেন শুধু স্যারের সন্মানে তিনিই আবার এই ঈদে পাখি ড্রেস পড়ে হুমায়ুন স্যারের লেখা নাটক দেখবেন। বাহ!! অসাধারণ। আজ কোথায় হিমু প্রেম? পাখি প্রেমের কাছে হাড়িয়ে গেল হিমু প্রেম। যে মাটিতে এক সময় বাকের ভাইয়ের ফাসি ইস্যুতে রাস্তায় নেমেছিল মানুষ সে মাটিতেই ভিনদেশী চ্যানেল রক্ষায় রাস্তায় না নামলেও মনে মনে ঠিকই ক্ষুদ্ধ জনতা। ও হ্যা আমিতো ভুলেই গেলাম এদেশে তো ভাল কোন নাটকই হয় না। :/ শুধু শুধুই মানুষকে বিনদন বঞ্চিত করছে সরকার। যারা ভাবেন যে এদেশে ভাল নাটক হয়না তারা অন্তত কয়েকটা দিন মনযোগ দিয়ে বাংলাদেশি চ্যানেল দেখুন। ফলাফল নিজেই পাবেন। মোস্তফা সরওয়ার ফারুকি ভাইয়ের ৫১ বর্তী, 420 নাটকথেকে শুরু করে অনেক ধারাবাহিক নাটক আমি দেখেছি। ফাহমি ভাইয়ের Fifty 50,হাউসফুল , রাজ ভাইয়ের গ্রাজুয়েট,চাদের নিজের কোন আলো নেই , রেদওয়ান রনির FNF, আসফাক নিপুনের মুকিম ব্রাদার্স। ছোট নাটকের কথা না হয় নাই বল্লাম। হুমায়ুন স্যারের ধারাবাহিক গুলার কথাও বলার প্রয়োজন নাই। :) নাটক দেখে হাসতে পারি, কাঁদতে পারি কিন্তু সিরিয়ালের প্যাচ শিখতে পারিনা। তাই হয়তো নাটক নিয়ে এত হতাশা। আসলে জাতি হিসেবে আমরা অন্ধ। আমরা নিজের দেশের প্রতিভার মূল্য দিতে জানিনা। একটা বদনা কিনতে গেলেও দেশের টা রেখে চায়না নিয়ে আসি। বিদেশপ্রেম এর ওপর এ জাতিকে নোবেল দেওয়া উচিত। #ভয়েস
Posted on: Sun, 27 Jul 2014 13:52:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015