হুমকি, - TopicsExpress



          

হুমকি, আসামি ও নিষিদ্ধকথন ১. ২০১৩ সালের ১২ জানুয়ারি শিবিরের হুমকি, কারণ শিবিরের তৎকালীন সভাপতি আর সাধারণ সম্পাদককে নিয়ে প্রতিবেদন। তবে প্রতিবেদনের কোন অংশে ভুল ছিল তা তারা বলতে পারেনি। ২. ২০১৩ সালের ২১ জুলাই, ছাত্রলীগের একাংশের করা অভিযোগে প্রধান আসামি! দ্বিতীয় যুগান্তর প্রতিনিধি Abubakar Rahat,তৃতীয় আজাদী প্রতিনিধি Ashraf Reza অথচ যে প্রতিবেদন নিয়ে অভিযোগ ছিল অভিযোগকারীদের, প্রথম আলোতে আসা সেই প্রতিবেদনের কোনো অংশেই তাদের নাম ছিল না। ৩. গত মাসে ছাত্রলীগ নেতার হুমকি ! অভিযোগ প্রথম আলোতে ওনার নাম এসেছে। ৪. ১১ সেপ্টেম্বর। শিক্ষক বাসে হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশের দিনই নাকি আমাকে ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে ছাত্রলীগের একাংশ। অথচ ১০ সেপ্টেম্বর সকাল থেকেই আমি ছুটিতে ছিলাম, অবস্থান করছিলাম ঢাকায়। শুভাকাঙ্ক্ষী আর আমার সহকর্মীরা ফোন করে জানালো বিষয়টি। যাই হোক, তারা হয়তো তা পারেন ! তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই,তবে একটা কথা বলতে চাই... উদ্দেশ্যটা যদি হয় বিনাশ করার, গোঁড়াটা কেটেই দিন। আমি জানি সেই শক্তি আপনাদের আছে ! কেননা, সত্য বলার জন্য কাল আমার মৃত্যু হবে জানলেও আজ আমি সত্য কথাই বলে যাবো। ভাইরা দোষটা আমার না, সাংবাদিকতার শিক্ষার। বি. দ্র : সবশেষে যাদের ইঙ্গিতে এসব হচ্ছে সেইসব প্রিয়মুখগুলোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, বরং তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। তারা আমার অনেক কাছের, খুব পরিচিতও.... Tasnim Hassan, general secretary, Chittagong university journalist association.
Posted on: Sat, 13 Sep 2014 17:36:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015