.....হ্যাঁ আপনাকে - TopicsExpress



          

.....হ্যাঁ আপনাকে বলছি, আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য কি তা সনাক্ত করুন। এরপর এই স্বপ্নকে ১ কে বসান। এরপর সনাক্ত করুন আপনার অন্যান্য প্রতিভাগুলো কি কি । আপনি ছবি আঁকতে পারেন ১ এর পাশে একটি ০ বসান। আপনি গিটার বাজাতে পারেন এবার দ্বিতীয় ০ বসান। এভাবে আপনি হয়তো খুব সুন্দর কেরাত পারেন, আপনার হয়তো ফটোগ্রাফির হাত ভালো, কবিতা লিখতে জানেন, গান গাইতে পারেন, আপনি হয়তো ভালো একজন উদ্যোক্ত ইত্যাদি। ০ বসাতে থাকুন। একটা সময় আপনি আবিষ্কার করবেন আপনার মান এমন জায়গায় পৌছে গেছে তা আপনিও ভাবতে পারেন নি। পরিবারের গর্ব থেকে আপনি হয়ে গেছে দেশ ও দশের সম্পদ। তবে, হ্যাঁ তবে। একটা তবে আছে। আপনার কানে এখনি তুলা ডুকিয়ে দেন। আপনার চারপাশের সমালোচনা গুলো শুনবেন না। মনে রাখবেন এই সমালোচনাগুলো হয় হিংসা থেকে। আপনার কিছু আত্নীয় স্বজন চাইবে না আপনি সফল হন। কারন এতে তাদের শুনতে হবে, x ও y (আপনার বাবা-মা) এর ছেলে/মেয়ে তো দেখিয়ে দিল, তোমারটা কি করল !!! জাতীয় কথা । কিংবা আপনার কিছু বন্ধু চাইবে না আপনি সফল হন। কারন এতে তাদের শুনতে হবে, তোমার বন্ধু হয়ে সে পারল আর তুমি কি করলা !!! জাতীয় কথা। সুতরাং তারা আপনাকে সফল হতে দেখলে হিংসায় জ্বলতে শুরু করবে। আর তখনই বেঁচে নেবে আপনার সমালোচনা ও কুৎসা রটনার পথ। তারা বলবে, তুমি কি আর তোমার কি প্রতিভা আমার জানা আছে। কেবল বড় বড় কথা। কিংবা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এগুলো কানে নিবেন না। আপনার ভেতরে যে সৃষ্টিশীল দানব বাস করে তাঁকে আপনি ছাড়া কেউ চেনে না। কাজেই মনে রাখবেন এই কথাগুলো একটা ফাঁদ । এ ফাঁদে পা দিয়েছেন তো মরেছেন। এগিয়ে যান বন্ধু/ভাই/বোন। আপনার বাইনারি ফিগারকে নিয়ে যান অসীমে। বাংলাদেশের ঘরে ঘরে একেকটি তারকা গড়ে উঠুক। বাংলাদেশ হয়ে উঠুক বিশ্বের বুকে এক আলোকিত তারকাময় ভু-খন্ড। বাস্তবায়িক হোক স্বপ্নের বাংলাদেশ। Just remember keep chase your dream, never give up....throw the criticism on the basket...trust upon yourself...Yes, you can....Yes, we can....(y)
Posted on: Sat, 13 Sep 2014 05:25:54 +0000

Trending Topics




© 2015