হ্যাঁ, একটা ফুটবল ম্যাচ - TopicsExpress



          

হ্যাঁ, একটা ফুটবল ম্যাচ হেরেছি। হয়ত ফাইনাল ম্যাচের আগে Farhan ভাই বলবে না, this is the last time, guys. lets give them hell. তাই বলে কি আমরা জিতি নি? প্রথমার্ধে মুষড়ে পড়া দলকে একটু অনুপ্রেরণা দিতে সমস্ত গ্যালারীতে IBA IBA IBA চিৎকার কি জয়ের চেয়ে কম কিছু? ভেঙ্গে পড়া দল নতুন শক্তিতে লড়াইয়ে ফেরা কি জয় না? হয়ত দুই দল নিয়ে প্রমোদলীলায় মগ্ন ভাগ্যটা শেষমেষ ট্রাই ব্রেকারে আমাদের দিকেই ক্রুর হাসি হেসেছে। তাই বলে কি Ahnaf ভাই আর Johan ভাইয়ের সারা টুর্নামেন্ট জুড়ে মাঝমাঠের দখল মিথ্যা হয়ে গেছে? Tasmeet ভাইয়ের প্রতি ম্যাচে one-to-one সেভ কি জেতা না? Wasiur ভাই আর Asif ভাই এর ফ্রি কিক থেকে দেওয়া গোলে যখন নিজের টিমের প্লেয়ারদেরও মাথায় হাত পড়ে, সেটা কি জয় না? Fahim ভাই, Rizvi ভাইয়ের ইঞ্জুরি নিয়েও শতভাগ উজাড় করে দেওয়াও কি সামান্য ট্রাই ব্রেকারের হারের কাছে ছোট হয়ে যাবে? Dhrubo এর বলের পিছে জানোয়ারের মত দৌড়, একের পর এক স্লাইড ট্যাকেল, Nazibur ভাই, Mehedi ভাইয়ের স্পিরিট, এ সব কিছুই আমার জয়। আমি এত কেন লাফাইতেসি? সত্যি কথা বলতে জিনিসটা অনেক পাগলামির মত যে, মেইন টিমে নাই, অথচ practice এর দুই ঘন্টা আগে গিয়ে বসে থাকা, সব জায়গায় টিমের সাথে থাকার চেষ্টা, হয়ত অনেক ক্ষেত্রে পাগলামিই বটে। তবে এর কারণ হল, এই IBA Football team ই চরম depression এর ফলে IBA এর বিশালতার মাঝে হারিয়ে ফেলা এই আমাকে আবার খুঁজে দিয়েছে। এই বড়ভাইরাই আমাকে IBA এর কাছে নিয়ে এসেছে। প্রথম সেমিস্টারের frustration থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছি, শুধু টিমের সাথের ওই practice গুলোর মাধ্যমে। হয়ত পরের বছর আবার টিমের সাথে থাকব। হয়ত কোন এক সময় মাঠে নামব। হয়ত চ্যাম্পিয়নও হব। কিন্তু এই টিমের কথা আমি কোন দিন ভুলব না। :) ইশ! দুঃখ হচ্ছে। কাল থেকে আর practice নাই :p
Posted on: Thu, 11 Sep 2014 14:37:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015