০৫/৯/১৪ তারিখ দুপুরে Principal - TopicsExpress



          

০৫/৯/১৪ তারিখ দুপুরে Principal আপাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ মিলে পিজি হাসপাতালে আমাদের স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আশরাফুল আরাফ দেখতে যাই। সে wilson disease is rare genetic disease leads to liver failure only treatment is transplant- এ আক্রান্ত। এ রোগটি খুব জটিল রোগ। সে ডি ব্লকের ১৪ নং ওর্য়াডের ১৫ নং বিছানায় আছে। আমাদের দেখে মলিন মুখখানি দিয়ে সালাম দিল। পাশে দ্বারাতেই আরাফ Principal কে দেখে বলল, আপা আমি কি বার্ষিক পরীক্ষা দিতে পারব? আপা অভয় দিয়ে বললেন, অবশ্যই পারবে। সেদিনেই তার মাকে বলেছিলঃ মা, আমার বেতন দিয়ে আস, না হলে স্কুলের খাতা থেকে নাম কাটা যাবে। সে আমাকে জিজ্ঞাসা করল, স্যার, আমার জায়গা কি আছে? আমি বললাম, তোমার জায়গা ঠিক আছে। তোমার CW খাতা আমার কাছে আছে। আমার হাতে ক্যামেরা ছিল। ক্যামেরা দেখে বলল, স্যার আপনি তো আমাদের অনেক ছবি তুলেছেন? আমাদের ছবি তো আপনার কাছে অনেক আছে। এভাবে আমার সাথে তার অনেকক্ষন কথা হল। আমি বললাম, principal আপাসহ তোমার একটা ছবি তুলি। সে আগ্রহের সাথে উত্তর, তুলেন স্যার। তারপর কয়েকটা ছবি তুললাম। অতঃপর principal আপা বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিলেন। যখন তার পাশ থেকে ফিরে আসি, এখন মনে পড়ে তার চাহনি, তার স্কুলে ফেরার আকুতি, বন্ধুদের সাথে দেখা করার আকুতি। সে আবার লেখাপড়ায় মনোযোগী হতে চায়। কিন্তু সে জানে না তার কত বড় মরণ ব্যাধি হয়েছে। এর জন্য বিদেশে চিকিৎসা করতে হবে। প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু একজন সাধারণ পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। তাই দরকার সবার সহযোগিতা। তার সহপাঠীরা তার জন্য প্রাণভরে দোয়া করছে। তার এক সহপাঠী আমাকে ৪৯৯ টাকা দিয়ে বলেছে, স্যার, আমার কাছে জমানো এই টাকা ছিল। আমি এই টাকা আরাফের জন্য দিলাম। পরে দিন সে আবার ১৫০০ টাকা তার বাবার কাছ থেকে এনেছে। আর এক তার সহপাঠী আমার কাছে এসে চুপি চুপি এসে ৭০ টাকা দিয়ে বলল, স্যার আমরা তো গরীব, আমাদের তো........., বাবা বাসায় নেই, এই টাকাটা আমার জমানো টাকা আমি আরাফের জন্য দিলাম। তবে টাকা দেওয়ার সময় তার যে মলিন চেহারা- আমার কাছে টাকার চেয়ে বন্ধুর প্রতি যে ভালোবাসা, যে আবেগ প্রকাশ পেয়েছে তা বলার মতো নয়। খুব তাড়াতাড়ি বিদেশে নিয়ে যাওয়া হবে। সবাই তার জন্য দোয়া করবেন। সে যেন আবার বিদ্যালয়ে ফিরে আসতে পারে। অন্যদিকে আমাদের স্কুলের ৩য় শ্রেণির ছাত্র সামান আমিন নাশাত, সে ক্যান্সারে আক্রান্ত। সে চিকিৎসার জন্য বিদেশে আছে। তার জন্য দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে। তাকেও আমাদের সহযোগিতা করা দরকার।
Posted on: Tue, 09 Sep 2014 10:35:17 +0000

Trending Topics




© 2015