১। হার্ড চয়েজ বইটির লেখক - TopicsExpress



          

১। হার্ড চয়েজ বইটির লেখক কে? উত্তর : হিলারি ক্লিনটন ২। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কে? উত্তর : কিম জং উন ৩। অহিংস দিবস কবে পালিত হয়? উত্তর : ২ October ৪। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন ৫। অর্থনীতিতে কত বছর পর চীন যুক্তরাষ্ট্রকে পিছিয়ে ১ম স্থান অধিকার হল? উত্তর : ১৪২বছর ৬। ভারতে সমস্যা শত শত সমাধান লাখ লাখকথাটি কে বলেছেন? উত্তর : ,কৈলাস সত্যাধি ৭। আরব দেশের মধ্যে কোন দেশ প্রথম বাংলাদেশ স্বীকৃতি দিন করে? উত্তর : ইরাক ৮। ৬ দফা দিবস কবে পালিত হয়? উত্তর : ৭ জুন ৯। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরলোক গমনের বাংলা সন কোনটি? উত্তর : ১৩৮৩ ১০। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যানের নাম কি? উত্তর : এ,কিউ এম বজলুর করিম ১১। রাখাইনরা কোন জেলায় বসবাস করে? উত্তর : পটুয়াখালী ১২। 1984 সালের পূর্বে বাংলাদেশে কতটি জেলা ছিল? উত্তর : ২৩ ১৩। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? উত্তর : ভারত ১৪। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? উত্তর : ,আমেরিকা ১৫। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ ? উত্তর : Monaco ১৬। সার্কভূক্ত দেশসমূহের মধ্যে লোকসংখ্যা সবচেয়ে কম কোন দেশে ? উত্তর : মালদ্বীপ ১৭। তিস্তা নদী কোন নদীটির মিলিত হয়েছে ? উত্তর : যমুনা ১৭। উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উত্স ? উত্তর : আলো ১৮। ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয় ? উত্তর : নেপাল ১৯। বাংলা একাডেমীর মুল ভবনের নাম কি ছিল ? উত্তর : বর্ধমান হাউজ ২০। শান্তিতে নোবেল জয়ী সর্বকনিষ্ঠ ব্যাক্তির নাম কি ??? উত্তর : মালালা ইউসুফ জাই ২১। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন ? উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ২২। নিচের কোন নদীটি মৃত নয় ? উত্তর : হালদা ২৩। বাংলাদেশের কোন নদী থেকে বানিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় ? উত্তর : হালদা ২৪। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত ?? উত্তর : ২৩ টি ২৫। সার্কভূক্ত দেশসমূহের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন দেশে ? উত্তর : ভূটান ২৬। সার্কভূক্ত দেশসমূহের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোন দেশে ? উত্তর : মালদ্বীপ।।।
Posted on: Mon, 12 Jan 2015 16:02:23 +0000

Trending Topics



>
https://youtube/watch?v=c7Ms4fi1iv4&feature=youtu.be While US is
Behind da bucket challenge Is da ALS..wat is ALS??? AMYOTROPHIC

Recently Viewed Topics




© 2015