১। ১৯৬২ সালে পুর্ব - TopicsExpress



          

১। ১৯৬২ সালে পুর্ব বাংলায় আইয়ুব সরকারের শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে এক দুর্বার গণআন্দোলন গড়ে ওঠে । আইয়ুবের পতনের অন্যতম প্রধান নিয়ামক ছিল এই আন্দোলন । এই আন্দোলনে বাংলার নারীরা রাজপথে নেমেছিলেন স্বতস্ফূর্তভাবে । সুফিয়া কামাল , মাহফুজা খানম , মালেকা বেগম , রাফিয়া আক্তার ডলি , দীপা দত্ত , সাজেদা চৌধুরী , মতিয়া চৌধুরী ,শেখ হাসিনা , নাজমা রহমান সহ অনেকেই এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন । শরীফ কমিশনের মূল কথা ছিল , শিক্ষার অধিকার সকলের নয় । শিক্ষা পাবে কেবলমাত্র একটি নির্দিষ্ট শ্রেণী । অর্থাত্‍ টাকা দিয়ে শিক্ষাটা কিনতে হবে । ২। সেই আন্দোলনের নেত্রীরা আজ বাংলার ক্ষমতায় । ২০০৯ সালের শিক্ষানীতির চূড়ান্ত খসড়ায় বলা হচ্ছে , "সরকারী বরাদ্দ ছাড়াও শিক্ষাক্ষেত্রে বেসরকারী/পারিবারিক উত্‍স থেকে খরচ করা হবে । শিক্ষাক্ষেত্রে বেসরকারী উদ্যোগ উত্‍সাহিত করা হবে । কলেজ ও উচ্চশিক্ষার খরচের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের নিজ দায়িত্ব বাড়াতে হবে" (২৯ অধ্যায় ) যে ব্যাক্তিরা তখন যে কারনে আন্দোলন করেছিলেন সেই ব্যাক্তিরাই আজ সেই জিনিসটি চাপিয়ে দিতে চাইছেন আগামী প্রজন্মের উপর । UGC এর কৌশলপত্র বাস্তবায়নে তারা মরিয়া । ৩। ইতিহাস ফিরে আসে বারবার । তখন জন্মেছিলেন তারা , রক্ত দিয়ে অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন, আইয়ুবের পতন হয়েছিল । তারা কি ভেবে নিয়েছেন রক্ত দিতে আমরা ভয় পাই ?? শিক্ষা মৌলিক প্রয়োজন নয় মৌলিক প্রাপ্য । এই প্রাপ্য সকল নাগরিককে রাষ্ট্রকেই দিতে হবে । জাতীয় আয়ের ২.৩ অংশ নয় (ডাকার ফ্রেমওয়ার্ক অনুযায়ী) ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে । - Syed Imran Ali
Posted on: Sun, 01 Sep 2013 18:44:08 +0000

Trending Topics



My

Recently Viewed Topics




© 2015