১টা ছেলে আর ১টা মেয়ে - TopicsExpress



          

১টা ছেলে আর ১টা মেয়ে মটরবাইকে করে যাচ্ছে, মটরবাইকের স্পিড প্রায় ১০০ mph. মেয়েঃ আসিফ আস্তে চালাও, ভয় লাগতেছে কিন্তু কতক্ষন ধরে বলছি, প্লিজ স্পিড কমাও। ছেলেঃ তাহলে I love You বল। মেয়েঃ I hate you.... ছেলেঃ হয় নাই, বল I Love you. মেয়েঃ আচ্ছা I love you. এবার স্পিডটা কমাও। ছেলেঃ এবার আমাকে জড়িয়ে ধর। মেয়েঃ পারব না। ছেলেঃ তাহলে স্পিড ও কমাব না। মেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল এবং বলল আচ্ছা ধরলাম, এবার স্পিডটা কমাও। ছেলেঃ হেলমেটটা খুব বিরক্ত করছে। হেলমেটটা খোল তো। মেয়েটা ছেলেটার হেলমেট খোলে হাতে ধরে রাখল । ছেলেঃ ওটা ধরে রেখেছ কেন ? ওটা পর।মেয়ে হেলমেটটা পরলো। একটু পর তাদের Accident (দুর্ঘটনা) হল । মেয়েটা অজ্ঞান হয়ে পড়ল। তার পর যখন মেয়টার হুঁশ ফিরল তখন জানতে পারল ছেলেটা মারা গেছে এবং তাদের এই দুর্ঘটনার কারন, বাইকের ব্রেক ফেইল হয়েছিল। তখন মেয়েটা বুঝতে পারল, ছেলেটা অনেক আগেই বুঝতে পেরেছিল যে বাইকের ব্রেক ফেইল হয়েছে তাই নিজের হেলমেটটা তাকে পরিয়ে নিজের জানের বিনিময়ে মেয়েটার জান বাঁচিয়েছে..... ...........
Posted on: Fri, 09 Jan 2015 15:19:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015