১৩ তারিখের কথা শোনার পর - TopicsExpress



          

১৩ তারিখের কথা শোনার পর থেকেই একটা trip এর জন্য মনটা আনচান করতেছিল। মানে দুশ্চিন্তা থেকে সাময়িক পালিয়ে বেড়ানো আর কি... একটু adventure, journey, masti... হুম... সেরকম trip হলো ঠিকই... স্কয়ার হসপিটালে... ব্যাপারখানা এই, বন্ধু ফোন করে বলল তার ফুপার ওপেন হার্ট সার্জারী। এ পজেটিভ রক্ত লাগবে। কিন্তু এতজন রে নক করেও কাউকে পাওয়া যাইতেছে না। আমি বললাম, আরে ব্যাটা, আমিই তো A+!! (খাতায় না, রক্তে) আহ... এই সুযোগের অপেক্ষায় ছিলাম কত দিন!! এতদিন যতই জরুরী রক্তের পোস্ট গুলা পড়ছি, সবই ছিল রেঞ্জের বাইরে, নইলে খুবই কম সময়ের মধ্যে। তাই চাওয়া সত্বেও আগায় আসতে পারিনি। এবার পারছি। my very 1st tym... সাথে আরেক বন্ধু। গেলাম। রোগী ও relatives দের সাথে দেখা করলাম। তারা যে আমাদের কতটা warmly treat করলো... ^_^ not like, রক্ত দিতেছি সেজন্য। it was quite like, দুইটা পোলাপান, এতদূর থেকে আসছি... কতটা রেসপেক্ট করছে বুঝাইতে পারব না। spacially যখন ফুফু পরম স্নেহে পিঠে হাত বুলায় জিজ্ঞেস করলেন পথে কোন prblm হইছে কিনা। হিরো হিরো ভাব ধরে আসলাম তো ঠিকই, কিন্তু ভয় লাগতেছিল। তার উপর রক্ত পরীক্ষার আগে ফর্মে কিসব অদ্ভুত প্রশ্ন!! কখনো আফ্রিকায় ছিলাম কিনা, কারো সাথে...আহুম আহুম...ছিল কিনা... -_- যাজ্ঞা, আমগোর রক্ত clean প্রমানীত হইল। এইবার দেওয়ার পালা। ভয়ের আসল কারণ ভারী যন্ত্রপাতির উপস্থিতি, স্কয়ারের অতিমাত্রায় চাকচিক্য ও তীব্র মেডিসিনের গন্ধ। যদিও doc অনেক fndly ছিল। আমাদের effort টারে যথেষ্ট appreciate করলেন। হালকা মাথাব্যাথা, আর একটু দূর্বল লাগতেছিল। bt feelings টা অসাধারণ। সবাই আমাদের যথেষ্ট কেয়ার n full comfort এর ব্যবস্থা করছেন। আমাদের কাজ শেষে যাওয়ার সময় ফুপার সাথে দেখা করে গেলাম। সেই সময় টা... চোখে পানি এসে যায়... আজকে সকালে ওনার অপারেশন হইছে। successful... সবাই ওনার জন্য দোআ কইরো... আমার এই সুবিশাল অহেতুক পোস্ট টার একটাই হেতু। সবাইকে just এটা বলা যে, জীবনে এই সুযোগ টা আসলে কেউ মিস কোরো না। অন্তত আমিতো না-ই... তিনমাসে recover করে নেই, তারপর কারো A+ রক্ত লাগলে just আমারে একবার ডাক দিয়ো।
Posted on: Thu, 07 Aug 2014 13:31:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015