১৪ সালের বিজ্ঞানঃ - TopicsExpress



          

১৪ সালের বিজ্ঞানঃ ০১ ইতিহাসের প্রথমবারের মত কোনো ধুমকেতুতে মানুষের বানানো স্পেসক্রাফট ল্যান্ড করতে সক্ষম হয় ২০১৪সালের ১২নভেম্বর। পৃথিবীর মানুষের জন্য আরেকটি মাইলফলক। ESA (European Space Agency) এর পাঠানো Rosetta (spacecraft) এর Philay Lander যে ধুমকেতুতে নেমে ইতিহাস গড়ে তার নাম Comet 67P/Churyumov-Gerasimenko (ভয়াবহ বিদঘুটে নাম :p ) তখন ওই ধুমকেতু ব্যাটার অবস্থান ছিল পৃথিবী থেকে প্রায় ৩২কোটি মাইল। সাত ঘণ্টার শ্বাসরুদ্ধকর যুদ্ধ শেষে অবশেষে ল্যান্ডিং সফল হয়। বাংলাদেশ সময়ানুযায়ী রাত দশটায় এটি ধুমকেতুতে সফল্ভাবে ল্যান্ড করে। নিঃসন্দেহে ২০১৪ সালে আমাদের অন্যতম বড় অর্জনগুলোর মাঝে এটি একটি। একসময় হয়তো আমরা সূর্যতেও ল্যান্ড করতে সফল হবো :D :p
Posted on: Sat, 03 Jan 2015 18:41:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015