১৭ বছর আগে শেষবারের মত ঈদ - TopicsExpress



          

১৭ বছর আগে শেষবারের মত ঈদ আর রোজা উদযাপন করেছি ঢাকায় - রোযার মাসে হঠাত বদলে যাওয়া দেশ ও জীবন - ঈদ প্রস্তুতির ক্রিসেন্দো - সর্বত্র হালিমের লাল সালু আর সুঘ্রান ( হালিমের সাথে শাহী আর মামা - এই দুটো শব্দের যোগসূত্র টা কি? শাহী ছোলা, মামার পিয়াজু হতে দোষ কোথায়? ) - অলি গলি রাস্তায় রাস্তায় ইফতারের পসরা - রুপালি পাত্রে ছোলার স্তুপ তার উপর মিসাইলের মত আকাশের দিকে তাকিয়ে থাকা পোড়া মরিচ এর ডেকোরেশন শপিং মল গুলোর উপচে পড়া ভিড় -- ইস্টার্ন প্লাজা - মিরপুর রোড এলিফেন্ট রোড মৌচাক মার্কেট এলাকার ভয়াবহ যানজট ( তখন ও বসুন্ধরা হয় নি ) -- আড়ং - ক্যাটস আই -- গুলিস্তান, ফার্মগেট, আর কাচা বাজার গুলোর আশে পাশে দরিদ্র মানুষের ঈদের শপিং -- মার্কেট গুলোতে যেমন চলছে পোশাক আশাক প্রসাধনীর শপিং - বাজার গুলোতে ভীড় ঈদ গ্রোসারি বিকি কিনির -- হেয়ার কাটিং সেলুন গুলোর জমজমাট ব্যাবসা সবার মাঝে কেমন জানি একটা অদৃশ্য তাড়া - একটা কাউন্ট্ডাউন ক্লক কোথায় যেন টিক টিক করে বাজছে একটা অদ্ভুদ সার্বজনীনতা - সবার জন্যই কিছু একটা - সবার ই ঈদ-- ঝক ঝকে রোদ ই হোক আর ভ্যাপসা গরম ই হোক আর প্যাচপেচে বৃষ্টি ই হুক - আকাশে বাতাসে কেমন যেন একটা আনন্দময় উজ্জল্য - যানজট, ভিড়, দুর্মূল্য, দ্বিগুন রিক্সা ভাড়া - সব কিছুই কিভাবে যেন আবৃত হয়ে যায় একটা অদৃশ্য সুখের মসলিনে - ঈদ আসে ঈদ যায় - ১৭ বছর চলে যায় -- স্মৃতি মলিন হয় না ঈদ মোবারক সবাইকে
Posted on: Wed, 07 Aug 2013 13:34:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015