১৯৪১ সালের ১৬-১৭ই - TopicsExpress



          

১৯৪১ সালের ১৬-১৭ই জানুয়ারি গৃহবন্দী সুভাষ এলগিন রোডের বাড়ির ২৪ ঘন্টার পুলিশ ও গোয়েন্দা পাহারার চোখে ধুলো দিয়ে গৃহত্যাগ করেন ছদ্মবেশে, মহম্মদ জিয়াউদ্দিন নামে।শরৎচন্দ্র বসুর পুত্র শিশির বসু গাড়ি চালান।রাত্রি ১-৩০ মিনিটে গোমো ষ্টেশনে তাঁকে দিল্লী-কালকা মেলে তুলে দেন। তিনি দিল্লী পৌঁছন ১৮ই জানুয়ারী সন্ধ্যায়।সেখান থেকে ফ্রন্টিয়ার মেল ধরে ১৯শে জানুয়ারী সন্ধ্যায় পেশোয়ার ক্যান্টনমেন্ট ষ্টেশনে নামেন। তিনি জিয়াউদ্দিন নামে প্রথমে তাজমহল হোটেলে, তারপর কয়েকদিন আবাদ খানের বাড়ি শেষে কাবুলের পথে। পৌঁছলেন পেশোয়ারে। On the night of 16-17 January 1941, Subhas Chandra Bose secretly left his Elgin Road home in Calcutta and was driven by his nephew, Sisir, in a car up to Gomoh railway junction in Bihar. Before his departure he wrote a few post-dated letters to be mailed on his return to Calcutta in order to give the British the false impression that he was still at home.
Posted on: Sat, 17 Jan 2015 03:02:36 +0000

Trending Topics



body" style="min-height:30px;">
Ive a dream that I could eat my mouth-watering strawberry for a
In order to sustain erroneous doctrines or unchristian practices,
Had a great night with all the girls last night at Busy Bee (they

Recently Viewed Topics




© 2015