১৯৬৯ সালে সাঊদি আরবের - TopicsExpress



          

১৯৬৯ সালে সাঊদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্ত আরার এ সামিরের জন্ম। ছাত্রজীবনে সে ছ...: ১৯৬৯ সালে সাঊদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্ত আরার এ সামিরের জন্ম। ছাত্রজীবনে সে ছিল খুবই মেধাবী। সেকেণ্ডারী স্কুল পরীক্ষায় সে ৯৪ শতাংশ নম্বর পেয়েছিল। ১৯৮৭ সালে মাত্র ১৭ বছর বয়সে রুশ সৈন্যের বিরুদ্ধে আফগান আরব যুদ্ধে যোগ দেন। পিতা তাকে একটি প্রাসাদতুল্য বাড়ি কিনে দেয়ার প্রতিশ্রুতি দিলেও তরুণ সামির দেশে ফিরতে অস্বীকৃতি জানান। বিগত ১৫ বছরে (২০০২ সালে লেখা) মাত্র দুইবার সামির সাঊদি আরব এসেছিলেন। সর্বশেষ এসেছিলেন ১৯৯৩ সালে... ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনিই সামির। মুসলিম বিশ্বে তিনি আমির খাত্তাব নামেই পরিচিত। চেচনিয়াতে তিনি শাহাদাত বরণ করেন ২০০২ সালে। Timeline Photos তাঁর ভাই বলেন, সামির ছিল এক উচ্চাভিলাষী বালক। সবসময় স্বপ্ন দেখতেন তিনি একটি দুর্গসদৃশ বাড়ির মালিক হবেন। সেই বাড়িতে গাড়ি রাখার একটি বিরাট গ্যারেজ থাকবে এবং সব সময় সেখানে অন্তত ৫টি গাড়ি থাকবে... ১৯৬৯ সালে সাঊদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্ত আরার এ সামিরের জন্ম। ছাত্রজীবনে সে ছিল খুবই মেধাবী। সেকেণ্ডারী স্কুল পরীক্ষায় সে ৯৪ শতাংশ নম্বর পেয়েছিল। ১৯৮৭ সালে মাত্র ১৭ বছর বয়সে রুশ সৈন্যের বিরুদ্ধে আফগান আরব যুদ্ধে যোগ দেন। পিতা তাকে একটি প্রাসাদতুল্য বাড়ি কিনে দেয়ার প্রতিশ্রুতি দিলেও তরুণ সামির দেশে ফিরতে অস্বীকৃতি জানান। বিগত ১৫ বছরে (২০০২ সালে লেখা) মাত্র দুইবার সামির সাঊদি আরব এসেছিলেন। সর্বশেষ এসেছিলেন ১৯৯৩ সালে... ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনিই সামির। মুসলিম বিশ্বে তিনি আমির খাত্তাব নামেই পরিচিত। চেচনিয়াতে তিনি শাহাদাত বরণ করেন ২০০২ সালে। __________ তাঁর সম্পর্কে আরও বিস্তারিত জানতে সরাসরি তাঁর সাক্ষাতকার ও ভিডিও দেখুন- এখানে- This documentary traces the extraordinary life of the Arab commander Khattab from his childhood through the wars of Afghanistan (1988-1994), Tajikistan (1994 - 1995), the First Chechen War (1995 - 1996), Dagestan(1999) & the beginning of the Second Chechen War (1999). 1st part DOWNLOAD_ ia700208.us.archive.org/1/items/biographyofkhattab1/biographyofkhattab1.mpg 2nd part DOWNLOAD_ ia700200.us.archive.org/6/items/biographyofkhattab2/biographyofkhattab2.mpg
Posted on: Tue, 01 Oct 2013 11:55:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015