১৯৭৪ সালের ২৯ অক্টোবর - TopicsExpress



          

১৯৭৪ সালের ২৯ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি ড. হেনরি কিসিঞ্জার বাংলাদেশ সফরে এসে বঙ্গবন্ধুর সাথে দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করলেন – “ A man of vast conception. I had rarely met a man who was the father of his nation and this was a particularly unique experience for me. ( একজন প্রগাঢ় ধ্যান ধারণা সম্পন্ন ব্যক্তি।যিনি একটা জাতির পিতা,এ জাতীয় ব্যক্তির সাথে আমার কদাচিৎ সাক্ষাৎ হয়েছে এবং এজন্য এটা (সাক্ষাৎ) ছিল আমার জন্য অনন্যসাধারণ অভিজ্ঞতা।“ ড.কিসিঞ্জার বঙ্গবন্ধু সম্পর্কে এমন মন্তব্য দেয়ার পর তাঁর ঢাকা ত্যাগের মাসখানেকের মধ্যে “ক্যু প্ল্যানিং সেল“ এর কাজ শুরু হয় বলে জনৈক উচ্চপদস্হ মার্কিন কর্মকর্তা লরেন্স লিফসুল্টজকে জানিয়েছেন।
Posted on: Fri, 26 Dec 2014 01:43:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015