১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক - TopicsExpress



          

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দশজন উপদেষ্টা: ১.নোবেল বিজয়ী ডঃ মুহম্মদ ইউনূস( শারীরিকভাবে সক্ষম) ২.অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ( শারীরিকভাবে সক্ষম) ৩. ব্যবসায়ী সৈয়দ মনজুর এলাহী ( শারীরিকভাবে সক্ষম) ৪. শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী( শারীরিকভাবে সক্ষম) ৫. সৈয়দ ইশতিয়াক আহমেদ(মৃত) ৬.অধ্যাপক শামসুল হক(মৃত) ৭.সেগুফতা বখত চৌধুরী(মৃত) ৮. মেজর জেনারেল (অব.) আবদুর রহমান খান(মৃত) ৯. অধ্যাপক নাজমা আহমেদ( শারীরিকভাবে অক্ষম) ১০.এ জেড এ নাসিরউদ্দীন (শারীরিকভাবে অক্ষম) ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের দশজন উপদেষ্টা: ১.রোকেয়া আফজাল রহমান( শারীরিকভাবে সক্ষম) ২.এম হাফিজ উদ্দিন খান( শারীরিকভাবে সক্ষম) ৩.এ এস এম শাহজাহান( শারীরিকভাবে সক্ষম) ৪. ব্যবসায়ী সৈয়দ মনজুর এলাহী ( শারীরিকভাবে সক্ষম,১৯৯৬ সালে ও উপদেষ্টা ছিলেন) ৫. সৈয়দ ইশতিয়াক আহমেদ(মৃত,১৯৯৬ সালে ও উপদেষ্টা ছিলেন) ৬. বিচারপতি বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী(মৃত) ৭. এ কে এম আমানুল ইসলাম চৌধুরী(মৃত) ৮. মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী(মৃত) ৯. আবদুল মুয়ীদ চৌধুরী(শারীরিকভাবে অক্ষম) ১০. ব্রিগেডিয়ার আবদুল মালেক (শারীরিকভাবে অক্ষম) সর্বমোট উপদেষ্টাঃ ১৮ জন মৃতঃ৭ জন শারীরিকভাবে অক্ষমঃ৪ জন শারীরিকভাবে সক্ষমঃ৭ জন উপদেষ্টা প্রয়োজনঃ ১০ জন মন্তব্যঃ তিনদিন পর পর্বতের মূষিক প্রসব।
Posted on: Mon, 21 Oct 2013 18:15:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015