¥ ২০০৭ টি২০ বিশ্বকাপ ¥ - TopicsExpress



          

¥ ২০০৭ টি২০ বিশ্বকাপ ¥ ২০১১ বিশ্বকাপ ¥ ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি অধিনায়ক ধোনির অধিনায়কত্বে এই হল ভারতের সাফল্যের খতিয়ান। এগুলো তো স্রেফ আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের চিত্র, এছাড়াও আরও কত দ্বিপাক্ষিক সিরিজ, আইপিএল, চ্যাম্পিয়নস লিগ টি২০ এর কথা তো লিখলামই না। ধোনি কখনও কাউকে নিজের সমালোচনা করতে দেয় না, আগেই থাপ্পর মেরে সমালোচকদের মুখ বন্ধ করে দেয়। মাঠের পারফরম্যান্সে ধোনি যেমন ধনি, তেমনি মাঠের বাইরেও। ধোনির বার্ষিক আয় ২৪৬ কোটি টাকা। চোখ কপালে উঠলে আমার কিছু করার নেই। ধোনি ইজ মিঃ কুল। এমন ঠান্ডা মাথার সদা হাস্যজ্জ্বল ক্রিকেটার বিশ্বে দ্বিতীয়টি নেই। ধোনিকে তাই কেউ ঘৃনা করতে পারে না। ধোনির খেলার প্রথম ঝলক দেখেছিলাম সম্ভবত ২০০৪ এ। বিশাখাপত্তমে ধোনি শ্রীলংকার বিপক্ষে ১৮৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিল। সেদিন ধোনির লম্বা চুল বেশি আন্দোলিত করেছিল সবাইকে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারত যখন ২ উইকেট হারিয়ে দিশেহারা, মিডল অর্ডার থেকে ধোনিই সেদিন ব্যাট হাতে উঠে এসে ভারতকে দিয়েছিল ভরসা, জিতিয়েছিল বিশ্বকাপ। যেন বোঝাতে চেয়েছিল, আমিই সত্যিকার গ্ল্যাডিয়েটর, সুপার কিং, সত্যিকার নেতার মত দেখবে ঠিকই তীরে তরী ভেড়াব। ক্রিকেট দুনিয়ায় এখন পর্যন্ত দুইটা প্লেয়ারকে কখনও ঘৃনা করতে পারি নাই। এক, মাইক হাসি। দুই, মহেন্দ্র ধোনি। ধোনিকে "ভারতের জাদুকর" উপাধি দেওয়া যেতেই পারে।
Posted on: Mon, 24 Jun 2013 03:56:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015