*৩৫ তম বিসিএস নিয়োগ - TopicsExpress



          

*৩৫ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি* আবেদনপত্র পূরণ ও জমা দেয়ার শুরুর তারিখ ও সময়- ৩০/০৯/১৪ তারিখ সকাল ১০ টা। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময়- ৩০/১০/১৪ সন্ধ্যা ৬ টা। ৩৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০১৪ সালের ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হতে পারে। ৩৫ তম বিসিএসের পরীক্ষার ফি- ৭০০ টাঁকা। উপজাতি ও প্রতিবন্ধিদের জন্য ১০০ টাঁকা। প্রথম SMS: BCS USER ID লিখে SEND করুন 16222 দ্বিতীয় SMS: BCS YES PIN লিখে SEND করুন 16222 প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বন্টনঃ ১)বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫ ২)ইংরেজি ভাষা ও সাহিত্য- ৩৫ ৩)বাংলাদেশ বিষয়াবলী-৩০ ৪)আন্তর্জাতিক বিষয়াবলী- ২০ ৫)ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা- ১০ ৬)সাধারণ বিজ্ঞান-১৫ ৭)কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১৫ ৮)গানিতিক যু্ক্তি-১৫ ৯)মানসিক দক্ষতা-১৫ ১০)নৈতিক, মূল্যবোধ ও সুশাসন-১০ মোট- ২০০ নম্বর। শুন্য পদসমূহঃ ১। বিসিএস প্রশাসন- ৩০০। ২। বিসিএস আনসার- ৪। ৩। বিসিএস নিরীক্ষা ও হিসাব- ৪। ৪। বিসিএস সমবায়- ৪। ৫। বিসিএস ইকনমিক- ৪০। ৬। বিসিএস পরিবার পরিকল্পনায়- ১০। ৭। বিসিএস খাদ্য- ২। ৮। বিসিএস পররাষ্ট্র- ২০। ৯। বিসিএস তথ্য- মোট ১১। ১০। বিসিএস পুলিশ- ৫০। ১১। বিসিএস ডাক- ১০। **সাধারণ ক্যাডারের মোট পদের সংখ্যা- ৪৫৫। ১। বিসিএস কৃষি- মোট ১০। ২। বিসিএস সমবায়- মোট ২। ৩। বিসিএস মৎস্য- ৮ ৪। বিসিএস বন- ২। ৫। বিসিএস স্বাস্থ্য- মোট ৩৭১। ৬। বিসিএস পশু সম্পদ- মোট ২৯। ৭। বিসিএস গণপূর্ত- মোট ৩৩। ৮। বিসিএস রেলওয়ে প্রকৌশল- মোট ২১। ৯। বিসিএস সড়ক ও জনপদ- ৩। ১০। বিসিএস পরিসংখ্যান- ৫। **প্রফেশনাল/ টেকনিক্যাল মোট পদের সংখ্যা- ৪৮৪। **বিসিএস সাধারণ শিক্ষা (সরকারি সাধারণ কলেজসমূহের জন্য।) - ৮২৯। **বিসিএস সাধারণ শিক্ষা (সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য।)- ৩৫ সর্বমোট- ৪৫৫+৪৮৪+৮২৯+৩৫= ১৮০৩। source : www .bpsc .gov .bd by:rifat nur shafiq
Posted on: Tue, 23 Sep 2014 12:47:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015