৩৫তম বিসিএস - TopicsExpress



          

৩৫তম বিসিএস প্রিলিমিনারির, ব্যাংক নিয়োগ পরীক্ষাসহ ,বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ ও যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণ সব প্রশ্ন ও উত্তর এর ১৫০ পৃষ্ঠার বাংলা বই বা ই-বুক (pdf বই )(নতুন সিলেবাস অনুযায়ি)+ মোবাইল ভার্সন জব পরীক্ষা ছাড়াও নিজে জানার জন্য এই বই সংগ্রহে রাখুন ... কোন না কোন সময় প্রয়োজন লাগতে পারে। নিচে এই বইয়ের সূচিপত্র ও একটা পেইজের ইমেইজ দেওয়া আছে ... দেখে সিদ্বান্ত নিন ডাউনলোড করবেন কিনা ... তাছাড়া টেক্সট বই সবসময় সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না ... কিন্তু এই ই-বুক যে কোন মুহূর্তে আপনার জ্ঞানের প্রয়োজন মিটাবে …তাছাড়া আপনার কাজে না লাগলেও…. আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে…! কেন ডাউনলোড করবেন; * এই বইটির সব তথ্য , বাজারের নামকরা পাবলিকেশনের বই গুলো থেকে যাচাই বাছাই করে তাদের থেকে শুধু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পরিপূর্ণ ভাবে সাজানো হয়েছে ... * বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুগান্তকারী বই * সাম্প্রতিক অর্থাৎ আপডেট সকল তথ্য যুক্ত করা হয়েছে ... * এখানে প্রায় সকল ইম্পরট্যান্ট তথ্য দেওয়া হয়েছে ফলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বাধিকসংখ্যক প্রশ্ন কমন থাকবে আশা করি... নোটঃ বইটি তথ্যপ্রযুক্তির এই মহান কর্মযজ্ঞে ও আপনার বিসিএস প্রস্তুতিতে সামান্যতম হলেও যদি কোন ভূমিকা রাখতে পারে তাহলে আমার সকল কষ্ট সার্থক হবে। ▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬ এই বইয়ের কম্পিউটার ও মোবাইল ভার্সন দুইটাই এখানে দেওয়া আছে ... এবার মোবাইল ভার্সনে নতুন ফিচার যোগ করা হয়েছে ... তা হচ্ছে বুকমার্ক মেনু ... মানে আপনাকে এখন আর কোন টপিক্স খুঁজতে হবে না ... আপনি এখন আপনার রিড়ারের বুকমার্ক মেনুতে ক্লিক করলেই দেখবেন অনেক গুলো শিরোনাম দেখাচ্ছে এইবার সেই শিরোনাম থেকে আপনার কাঙ্খিত টপিক্সে ক্লিক করুন দেখবেন সরাসরি সেই পেইজে চলে গেছে ... আগে এই অপশন শুধু কম্পিউটার পিডিএফ রিড়ারে করা যেত ... **** এইটা সহজে ট্রাই করার জন্য আপনার স্মার্ট ফোনের এডোব রিড়ারে এই ফাইল ওপেন করলেই নিচের বারে দেখবেন একটা বুকমার্ক আইকন (যা দেখতে স্কুল ব্যাজের মত) সেখানে ক্লিক করলেই অধ্যায়ের মেনু চলে আসবে ... যা ওয়েব সাইট মেনুর মত কাজ করবে ... এই ই-বুকের সুবিধাঃ ------------------------- ক্যাটগরী ভিত্তিক হওয়ায় সহজেই পড়তে পারবেন ও বুঝতে পারবেন। তাছাড়া এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...। এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ... আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!! অনলাইন লাইভ ভিউঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন … slideshare.net/tanbircox/computer-and-information-technology বইগুলোর নাম ও ডাউনলোড লিংকঃ ----------------------------------------- নোটঃ ▬▬▬▬ zippyshare থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে ফাইলের নামের ডানপাশে কমলা (Orange) কালারের [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ... **** মোবাইল দিয়ে ডাউনলোড করতে যাদের সমস্যা হয় তারা UC Browser দিয়ে ডাউনলোড করুন --------------------------------------- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (Computer And Information Technology) ---------------------------------------------------------- Computer And Information Technology সাইজঃ ২০ এমবি পৃষ্ঠা সংখ্যাঃ ১৫৫ ডাউনলোড লিংকঃ www1.zippyshare/v/95187257/file.html অথবা mediafire/?4sncw81r4drf001 মোবাইল ভার্সনঃ ---------------- Computer & Information Technology (mobile version).pdf সাইজঃ ১৩ এমবি www1.zippyshare/v/31529025/file.html অথবা https://mediafire/?5di6l79mrtq7oe2 [ ফাইল ওপেন জাতীয় সকল সমস্যার সমাধান] ---------------------------------------------------------------------- জিপ ও রার ফাইল ওপেন কম্পিউটারের জন্যঃ ----------------------------------- zip & rar file extract 5.0 beta 6 (x64) .exe www46.zippyshare/v/59677769/file.html zip & rar file extract 5.0 beta 6 (x86) 32 .exe www71.zippyshare/v/95337306/file.html এন্ড্রোয়েড মোবাইল ----------------------------------- Easy Unrar Unzip .apk www13.zippyshare/v/31274353/file.html ▬▬▬▬۩۞۩▬▬▬▬ সীমিত ইন্টারনেট প্যাকেজের ও নেটের স্লো স্পিড়ের জন্য যারা এই ফাইল গুলো অথাবা আমার অন্যান্য ফাইল ডাউনলোড করতে পারছেন না ...! অথবা যারা ব্যস্তাতার জন্য ডাউনলোড করার সময় পাচ্ছেন না…… অথবা এতগুলো ফাইল একটা একটা করে ডাউনলোড করতে যাদের বিরক্তিকর মনে হয় …তারা নিচের লিংকে দেখুন …আশা করি আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন...... https://facebook/notes/জিরো-গ্রাভিটি/complete-solution-of-your-computer-all-genuine-windows-xclusive-software-bangla-/10152049959232103 ▬▬▬▬۩۞۩▬▬▬▬ যারা এই পেইজের প্রত্যেক পোস্ট নিয়মিত আপনার ফেসবুক ওয়ালে দেখতে পাচ্ছেন না ... তারা কষ্ট আমাকে ফলো করে রাখুন ... তানবীর (জিরো গ্রাভিটি) facebook/tanbir.cox
Posted on: Fri, 05 Dec 2014 17:07:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015