|| ৩৫তম বিসিএস স্পেশালস - TopicsExpress



          

|| ৩৫তম বিসিএস স্পেশালস || Job Preparation [ BCS+BANK ] শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ২৪ টি উপন্যাস, ১১ টি ছোটগল্প, ৪ টি নাটক ও ১২ টি প্রবন্ধের নাম মনে রাখার সহজ shortcut clues: উপন্যাসঃ ২৪ টি ============== ... সূত্রঃ বড়দিদি ও মেজদিদির সাথে দেবদাস ও বিপ্রদাসের চরিত্রহীনতার জন্য পল্লীসমাজ ও পন্ডিতমশাই তাদের গৃহদাহ করল৷ কিন্তু বিন্দুর ছেলে চন্দ্রনাথ, শ্রীকান্ত ও শুভদা বামুনের মেয়ে দত্তাকে বৈকুন্ঠের উইল করে এবং অরক্ষণীয়া বিরাজবৌকে পরিণীতা হিসেবে গ্রহণ করে তাদের পথের দাবী তুলে নিয়ে দেনাপাওনা মিটিয়ে নববিধানে নিষ্কৃতি দিয়ে শেষ প্রশ্নের শেষের পরিচয় দিল৷ ব্যাখ্যাঃ বড়দিদি(১ম উপন্যাস), মেজদিদি, দেবদাস, বিপ্রদাস, চরিত্রহীন, পল্লীসমাজ, পন্ডিতমশাই, গৃহদাহ, বিন্দুর ছেলে, চন্দ্রনাথ, শ্রীকান্ত, শুভদা, বামুনের মেয়ে, দত্তা, বৈকুন্ঠের উইল, অরক্ষণীয়া, বিরাজবৌ, পরিণীতা, পথের দাবী, দেনাপাওনা, নববিধান, নিষ্কৃতি, শেষ প্রশ্ন, শেষের পরিচয় (শেষ উপন্যাস) ছোটগল্পঃ ১১ টি =============== সূত্রঃ মন্দিরে একাদশীর বৈরাগ্য ও কাশিনাথের মামলার ফলে বিলাসী, সতী ও ছবি অভাগীর স্বর্গ খুলল এবং মহেশ, পরেশ ও রামের সুমতি হল। ব্যাখ্যাঃ মন্দির(১ম ছোটগল্প), একাদশীর বৈরাগ্য, কাশিনাথ, মামলার ফল, বিলাসী, সতী, ছবি, অভাগীর স্বর্গ, মহেশ, পরেশ, রামের সুমতি নাটকঃ ৪ টি =============== সূত্রঃ ষোড়শী ‘রমা’ হিসেবে বিজয়া হলেন বিরাজবৌ .............. [বিঃদ্রঃ ‘রমা’ শব্দের মানে সুন্দরী] ব্যাখ্যাঃ ষোড়শী, রমা, বিজয়া, বিরাজবৌ প্রবন্ধ: ১২ টি =============== সূত্রঃ স্বদেশ ও সাহিত্যে, সাহিত্য ও নীতিতে, সাহিত্যে আর্ট ও দুর্নীতির ফলে, স্বরাজ সাধনায় নারী ও নারীর মূল্য বিনষ্ট হওয়ায় এবং গুরু-শিষ্য সংবাদের স্মৃতিকথায় শিক্ষার বিরোধ ফলে ভবিষ্যৎ বঙ্গ-সাহিত্য অভিনন্দিত হচ্ছে না বলে ভারতীয় উচ্চ সঙ্গীতের মত তরুণেরা বিদ্রোহ করছে। ব্যাখ্যাঃ স্বদেশ ও সাহিত্য, সাহিত্য ও নীতি, সাহিত্যে আর্ট ও দুর্নীতি, স্বরাজ সাধনায় নারী, নারীর মূল্য, গুরু-শিষ্য সংবাদ, স্মৃতিকথা, শিক্ষার বিরোধ, ভবিষ্যৎ বঙ্গ-সাহিত্য, অভিনন্দন, ভারতীয় উচ্চ সঙ্গীত, তরুণের বিদ্রোহ Admin- 『 Rashed Zaman 』 বিসিএস ও ব্যাংক জব পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্যঃ Plz Like→ BCS & BANK Job Preparation Plz Join→ Job Preparation [ BCS+BANK ]
Posted on: Tue, 30 Sep 2014 18:20:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015