৮ থেকে ১০ ঘণ্টা অফিস করে, - TopicsExpress



          

৮ থেকে ১০ ঘণ্টা অফিস করে, বাসায় ফিরে রান্না করা, কাপড় কাঁচা, জামা কাপড় আয়রন করা, জিম এ যাওয়া, ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করা, দেশে ফোন করা। আমার প্রতিদিনের রুটিন। এত কিছুর মাঝে ও একটু খানি সময় বের করে হাতে কলম তুলে নেই। জানি লেখক আমি কোন কালের জন্য ছিলাম না। কিংবা হতে চাই ও না। নিজের ইচ্ছাতেই লেখি। বলতে পারেন ভালো লাগে লেখতে নিজের মত মানুষ গুলীর সুখ, দুঃখ, আনন্দ, হাঁসি কান্নার কথা গুলো আমাকে খুব টানে। তাই দু চার কলম লেখি। কিন্তু একজন প্রফেশনাল লেখক আমি হতে কোন দিন ও চাইনি। আর চাইবো ও না কোন দিন। লজ্জা লাগে যখন কোন পাঠক আমাকে লেখক হিসাবে সম্বোধন করে। ঐ যে বললাম না ভালো লাগে তাই লেখি। পেটের দায়ে বাহিরে থাকি। প্রতিদিন এত গুলো কাজ সেরে দুই এক ঘণ্টা সময় নিয়ে লেখতে বসি। তাড়াতাড়ি লেখতে গিয়ে অনেক বানান ভুল করি। কিংবা সময়ের অভাবে ভালো করে দেখতে পারি না বলে। কিন্তু আমি জানি বড় বড় লেখকদের অনেক লেখায় আমি বানান ভুল দেখেছি। যদিও তাদের একটা বই প্রকাশের আগেয় কম করে হলে ও ৩ বার প্রুফ দেখা হয়। তারপর ও পাঠকরা তাদের বইতে বানান ভুল খুঁজে পান। সেই তুলনায় আমি তো কিছুই না। শব্দচারনে আমার কার্পণ্য আছে সেই কথা অকপটে স্বীকার করছি। বানান ভুল হয় সেইটা ও মেনে নিচ্ছি। তাই বলে দুইটা ভুল বানান শব্দের জন্য এক জন আমাকে প্রাইমারী স্কুলে ভর্তি করিয়ে দিতে চায়। আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে! খুব কষ্ট লাগলো। আমি আগেই বলছি আমি লেখক না। আমি লেখার জন্য পয়সা পাই না। ভালো লাগে তাই লিখি। তাই বলে ঐ দু চার কলম লিখতে গিয়ে অন্যর মুখে নিজের আত্ম সম্মান বলি দিতে হবে? যাই হোক পাঠকদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভুল গুলোর জন্য। চেষ্টা করবো ভবিষ্যৎে এই গুলো পরিহার করার জন্য। তারপর ও পাঠকদের ধন্যবাদ হোসেন মাহমুদের অখাদ্য লেখা গুলো সহ্য করার জন্য। “হোসেন মাহমুদ”
Posted on: Wed, 20 Nov 2013 09:44:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015