আজ নাকি তামিম একজন - TopicsExpress



          

আজ নাকি তামিম একজন সাংবাদিকের সাথে বাজে ব্যবহার করেছেন !!! সাংবাদিকের সাথে তার কি কথা হয়েছিল তা একটু জেনে নেই আগে- সাংবাদিক- আপনি অনেক স্লো একটি ইনিংস খেললেন আজ।কারনটা কি?? তামিম- (রাগান্বিত) আমি দলের প্রয়োজন অনুসারে খেলেছি।নিজের ইনিংস ননিয়ে আমার নিজের কোনো পারসোনাল পরিকল্পনা ছিলো না। হ্যা আমি হতাশ।আমার শতক হাকানো দরকার ছিলো। কিন্তু সেটি ঘটেনি। তামিমের কথায় কি খারাপ কিছু খুজে পেয়েছেন??? আমি ব্যক্তিগত ভাবে পাইনি।ভাল কথাই বলেছেন। বাংলাদেশ যখন প্রথম ইনিংসে একটু আক্রমনাত্মক খেলেছিল তখন এই আজাইড়া সাংবাদিক গুলোই আজেবাজে কথা লেখে পত্রিকার পাতা ভরে ফেলেছিলেন। আর আজ তামিম স্লো খেললেন এটাও দোষের কিছু হয়ে গেছে। আমার মতে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের সাংবাদিক গুলো। ভাল খেললে আসমানে উঠায়,খারাপ খেললে পারলে জুতা ফিক্কা মারে। ধিক জানাই এই সাংবাদিকতায়। #হাসান
Posted on: Thu, 24 Oct 2013 18:28:30 +0000

Trending Topics



o a través de Milagros El concepto es fácil de

Recently Viewed Topics




© 2015