আমি হাসতে হাসতে বলতাম, - TopicsExpress



          

আমি হাসতে হাসতে বলতাম, “হে চন্দ্র আজ আকাশে তোর আলোর প্রয়োজন নাই আমার প্রেয়সির অন্তরের আলো দিয়ে আজ পৃথিবী আলোকিত করব”। আমি কেঁদে কেঁদে বলতাম“হে অন্ধকার,তুই শুনে যা,তুর বুকে কত মানুষ স্বস্তি পেয়েছেতার হিসেব কি তুর আছে! তাইআমার প্রিয়তমার সৌন্দর্য্যআমাকে আলোকিত করে। জানি এসবের কোন উত্তর তোমার কাছে নাই। মিথ্যাই বলতে তুমি আমাকে ঘৃণা করতে পারনা, আবার ভালবাসতেও পারনা। কেন মিথ্যা বলতে নিজকে আড়াল করার জন্য? নাকি মনে কর সব মেঘেবৃষ্টি হয়, মনে রাখ মেঘ রংধনুও সৃষ্টি করে।তুমি বলেছিলে আমাকে ভালবাস তো, “তুমি কি জান আমার পছন্দ অপছন্দ”। “না” আমার জীবন তো তোমাকে নিয়ে,কি শুনতে চাও? White Diamond
Posted on: Sun, 04 Aug 2013 15:10:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015