গবেষণাকর্মী আহ্বান ।। - TopicsExpress



          

গবেষণাকর্মী আহ্বান ।। বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র একটি বহুশাস্ত্রসমন্বয়ী ( multidisciplinary ), দেশ ও সমাজ হিতৈষী, ট্রাষ্ট আইনে নিবন্ধিত, অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান । নীতিনির্ধারণী গবেষণা , সামাজিক সংলাপ, প্রকাশনা, সামাজিক শিক্ষা ইত্যাদির মাধ্যমে ন্যায়ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার কাজ এগিয়ে নিচ্ছে কেন্দ্র। চলমান এবং ভবিষ্যৎ কাজের জন্যে কিছু সহকর্মী আহ্বান করছে কেন্দ্র। দেশহিতৈষণায় স্বতঃপ্রণোদিত নিবাসী ও প্রবাসী গবেষণাকর্মীদের কাছ থেকে জীবন-বৃত্তান্তসহ আগ্রহপত্র আহ্বান করা হচ্ছে। কর্মীঃ গবেষণা সহযোগী / গবেষক/ গবেষক দল সদস্য / ফেলো বিষয়ঃ অর্থনীতি, শাসনব্যবস্থা ও রাজনীতি, পরিবেশ-প্রতিবেশ, জ্বালানী, নগরায়ন, সমাজ-সংস্কৃতি-ইতিহাস। যোগ্যতাঃ শিক্ষানবিস গবেষক / গবেষণা সহযোগীঃ স্নাতক পর্যায়ে অধ্যয়নরত, স্নাতক। গবেষক / গবেষক পুল সদস্যঃ স্নাতকোত্তর, এম ফিল, ডক্টরেট। ফেলোঃ থিসিস রচনারত, এম ফিল, ডক্টরেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পেশাজীবী । অসাধারণ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার শর্ত প্রযোজ্য নয়। কাজের সময় ও সংযুক্তিঃ সার্বক্ষণিক, খন্ডকালীন, উপলক্ষ-ভিত্তিক, স্বাধীন। বিনিময়ঃ স্বেচ্ছাপ্রদানমূলক ও সম্মানীভিত্তিক । কাজের ধরণ, পরিমান ও অগ্রাধিকার, প্রার্থীর প্রয়োজন ও কেন্দ্রের সামর্থ্য সাপেক্ষে সম্মানী নির্ধারিত হবে। কর্মীদের গবেষণাকর্ম কেন্দ্রের জার্নাল, পুস্তক-পুস্তিকা, সেমিনার, সংলাপ, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে প্রকাশিত হবে। ২৫ আগস্ট ২০১৪ তারিখ পর্যন্ত আগ্রহপত্র পাঠানো যাবে। আগ্রহপত্র পাঠানোর ঠিকানাঃ বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র - Center for Bangladesh Studies(CBS) বাড়িঃ ২৯, সড়কঃ ১ , ধানমন্ডি, ঢাকা ১২০৫। ইমেইলঃ cbsdhaka@gmail । ওয়েবসাইটঃ cbsbd.org ফেসবুক পেজঃ https://facebook/cbsbd
Posted on: Tue, 22 Jul 2014 04:57:57 +0000

Trending Topics



br>
Îl acuz pe Simbolul Andrei Pleșu. Nu pe omul Andrei Pleșu. Face
“We are indeed much more than what we eat, but what we eat can
ght:30px;">
I guess I finally found out why I felt so inexplicably
........................NOW is the Time to Awaken! We are being
Pantaloons Fashion & Retail has surged 8% to Rs 129 in early
"Nadie lee", podría muy bien ser el título de un libro que no
When the distance before was just enough to bear, and now your

Recently Viewed Topics




© 2015