গবেষণাকর্মী আহ্বান ।। - TopicsExpress



          

গবেষণাকর্মী আহ্বান ।। বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র একটি বহুশাস্ত্রসমন্বয়ী ( multidisciplinary ), দেশ ও সমাজ হিতৈষী, ট্রাষ্ট আইনে নিবন্ধিত, অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান । নীতিনির্ধারণী গবেষণা , সামাজিক সংলাপ, প্রকাশনা, সামাজিক শিক্ষা ইত্যাদির মাধ্যমে ন্যায়ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার কাজ এগিয়ে নিচ্ছে কেন্দ্র। চলমান এবং ভবিষ্যৎ কাজের জন্যে কিছু সহকর্মী আহ্বান করছে কেন্দ্র। দেশহিতৈষণায় স্বতঃপ্রণোদিত নিবাসী ও প্রবাসী গবেষণাকর্মীদের কাছ থেকে জীবন-বৃত্তান্তসহ আগ্রহপত্র আহ্বান করা হচ্ছে। কর্মীঃ গবেষণা সহযোগী / গবেষক/ গবেষক দল সদস্য / ফেলো বিষয়ঃ অর্থনীতি, শাসনব্যবস্থা ও রাজনীতি, পরিবেশ-প্রতিবেশ, জ্বালানী, নগরায়ন, সমাজ-সংস্কৃতি-ইতিহাস। যোগ্যতাঃ শিক্ষানবিস গবেষক / গবেষণা সহযোগীঃ স্নাতক পর্যায়ে অধ্যয়নরত, স্নাতক। গবেষক / গবেষক পুল সদস্যঃ স্নাতকোত্তর, এম ফিল, ডক্টরেট। ফেলোঃ থিসিস রচনারত, এম ফিল, ডক্টরেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পেশাজীবী । অসাধারণ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার শর্ত প্রযোজ্য নয়। কাজের সময় ও সংযুক্তিঃ সার্বক্ষণিক, খন্ডকালীন, উপলক্ষ-ভিত্তিক, স্বাধীন। বিনিময়ঃ স্বেচ্ছাপ্রদানমূলক ও সম্মানীভিত্তিক । কাজের ধরণ, পরিমান ও অগ্রাধিকার, প্রার্থীর প্রয়োজন ও কেন্দ্রের সামর্থ্য সাপেক্ষে সম্মানী নির্ধারিত হবে। কর্মীদের গবেষণাকর্ম কেন্দ্রের জার্নাল, পুস্তক-পুস্তিকা, সেমিনার, সংলাপ, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে প্রকাশিত হবে। ২৫ আগস্ট ২০১৪ তারিখ পর্যন্ত আগ্রহপত্র পাঠানো যাবে। আগ্রহপত্র পাঠানোর ঠিকানাঃ বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র - Center for Bangladesh Studies(CBS) বাড়িঃ ২৯, সড়কঃ ১ , ধানমন্ডি, ঢাকা ১২০৫। ইমেইলঃ cbsdhaka@gmail । ওয়েবসাইটঃ cbsbd.org ফেসবুক পেজঃ https://facebook/cbsbd
Posted on: Tue, 22 Jul 2014 04:57:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015