মেয়ে হয়ে জন্ম নেয়ার সব - TopicsExpress



          

মেয়ে হয়ে জন্ম নেয়ার সব থেকে বড় কষ্ট হল তাকে সারাক্ষণ ধর্ষণের ভয় নিয়ে বড় হতে হয়। এই ভয়ংকর ব্যাপারটি তাকে খুব ছোট বেলা থেকে বিভিন্ন ইশারায় বোঝানো হয়। একসময় কোলে নিয়ে পিঠে হাত বোলানোর ভেতরেও সে অন্য কিছু টের পায়। এই ব্যাপারটা মা কে বলতে গিয়েও সে বলতে পারে না। .....উল্টো বকা খাবার ভয়ে সে কাউকে বলবে না। কাউকে না। কার্টুন দেখার বয়সেই তাকে বোঝানো হয় একা ছাদে যাবে না। একা ছাদ ভাল না। যে বয়সে এরা হাড়িপাতিল নিয়ে নকল নকল রান্না খেলা শিখে সেই বয়সেই এরা একদিন মাকে গিয়ে ফিসফিস করে – এই হুজুরের কাছে কিংবা শিক্ষকের কাছে আমি পড়ব না। মেয়েদের শৈশব বলে আসলে কিছু নেই। রোজ সন্ধ্যায় বর্ণমালা শেখানোর পাশাপাশি এদের অনেক নীতিমালা শেখানো হয়। .....পশুদের হাত থেকে বাঁচার নীতিমালা জেনে এরা সাত বছর বয়সেই একুশ বছরের তরুণী হয়ে যায়। আচ্ছা একুশ বছরের তরুণী কী খুব নিরাপদ? খুব ভাল এক বন্ধু বাসায় যেতে বলল। ধরুন মোভি দেখার জন্যই আসতে বলেছে। তারপরেও তরুণী মনে সবার প্রথমে প্রশ্ন জাগবে –বাসায় কেন? বাসা কী খালি? কোন প্রোগ্রামে গেছে। ফিরতে রাত এগারোটা বাজবে। আমি দেখেছি অনেকের মা এসে উপস্থিত হয়। কিসের ভয় এদের? ছিনতাই? ডাকাতের? পুলিশের? .....এদের একটাই ভয়। যে ভয়টা শুধু তার মেয়েবেলাকেই নষ্ট করেনি; নষ্ট করবে তার পুরো জীবন। কী আশ্চর্য !! ......যে অপরাধ করার কারণে একটা মেয়েকে আমরা বেশ্যা বলি সেই একি অপরাধের কারণে একটা ছেলেকে আমরা বিশেষ কোন নামে ডাকি না। মেয়েরা নষ্ট হলে তার নাম হয় বেশ্যা; বেশ্যাকে যে নষ্ট করে তার নাম হয় বাদশা। আমাদের যা যোগ করার ছিল: অনেক ক্ষেত্রে একটি ভালো সাপোর্ট সিস্টেম থাকলে একজন ধর্ষণের পরেও অনেকটা রিকভার করতে পারে, যেমন এই চৌদ্দ বছরের মেয়েটি: thedailystar.net/hail-the-girl-49387 আমাদের সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সাপোর্ট সিস্টেমে খুব ঘাটতি | আপনারা বলতে পারবেন এই মেয়ের বাবা কেন নিজের মেয়ের পাশে না দাড়িয়ে তিনবার আত্নহত্যা করার চেষ্ট করেছে? চাই না কখনো কারো সাথে এরকম কিছু হোক, কিন্তু আপনি যদি এই বাবার জায়গায় থাকতেন আপনার মনে কি প্রকার ভয় কাজ করত? হ্যা, সমাজ আপনাকে কি চোখে দেখবে সেই ভয় | এই কারণেই ধর্ষণের সম্মুখীন হয়ে অনেকে প্রাণ দেয়, লোকে কি বলবে এই ভয়ে | আমরা একজন নির্যাতিত, ধর্ষিত মেয়েকে কি চোখে দেখছি এটা পরিবর্তন করা জরুরি | জুলুম যে করে সে যেন সাজা পায় সেটা ensure করতে হবে | যার ওপর করা হয়েছে তাকে কেন আবার শাস্তি পেতে হবে ? প্রতিটা মুহূর্ত অশিক্ষিত বখাটে থেকে শুরু করে নিজের পড়ার শিক্ষক কি চোখে দেখল এতসব মেপে মেপে চলা কি যথেষ্ট শাস্তি না মেয়ে হয়ে জন্মানোর?
Posted on: Fri, 05 Dec 2014 08:44:02 +0000

Trending Topics



0px;">
gambling football internet
top top top top these de doctorat d etat a propos le plus meilleur
GALs FB status-"Travlled in Bus aftr long tym" Comments- 1
Sheet & Panel Truck 2000 Lb Capacity 24X48 Bla 3TMFA3R Kitchen &

Recently Viewed Topics




© 2015