##- এদেশে থাকার কোনো - TopicsExpress



          

##- এদেশে থাকার কোনো ইচ্ছেই আর নেই । এখানকার মানুষ ও মানসিকতা, প্রশাসন ও পুলিশ, নিয়ম ও নীতি, রাজনীতি ও নেতা, অফিস ও অফিসার ইত্যাদি কোনোটাই ভালো নয় । সত্যিই নিজেকে ভালোর দিকে বদলে নিতে না পারলে, বদলাবে না কোন কিছুই । কতো নেতারাই তো ক্ষমতায় গেলেন, কই দেশটা তো সুইজারল্যান্ডের মতো সুশাসনের দেশ হলো না । কানাডার মতো তো হলো না । না ভাই, অর্থনীতির কথা বলছি না, বলছি নিয়ম নীতির কথা । যে দেশে সারা বছরে গড়ে ৪ টা খুন হয়, ২ টা ধর্ষন হয় । লিবিয়ার মতো বিধ্বস্ত দেশেও, পুলিশরা সত্যিকারের সেবক । জানেন, অচেনা জায়গায় ঠিকানা ভুলে গেলে ওরা গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসে । সিম্পল, ধন্যবাদ, কথাটি বললে বলে, স্যার এটা আমাদের দায়ীত্ব । আমাদের এই দেশ তেমন হবেও না । যেখানে, পুলিশরাই দালাল, ডাইল ব্যাবসায়ী, মামলা ব্যাবসায়ী । টাকা পাইলে এরা সব বাবাকেও শাসায় । কিসের স্বাধীন দেশ রে ভাই, যত স্বাধীনতা আছে সব তো চিটার- বাটপারদের জন্য । তাই ভেবেছি, এমন দেশে আর থাকবো না । চলে যাবো অন্য কোনো নিয়ম নীতির দেশে । আর যাবার সময় প্লেন থেকে আরামছে হিসু করে দিবো এই দেশের মাটিতে । যে দেশে কোনো আদর্শ নেই, সে দেশে আমার হিসু করতেও ঘৃনা করে । ছিঃ ছিঃহ…………………………………
Posted on: Sun, 15 Sep 2013 09:33:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015