- সারাটা দিন কেটেছে তার - TopicsExpress



          

- সারাটা দিন কেটেছে তার একটা ফোন কল আর মেসেজ পাবার আশায় । অনেক কল আর মেসেজ পেয়েছি শুধু তার টা ছাড়া :) আমি তেমন একটা অনলাইন হই না,কিন্তু আজ অনেক বার হয়েছি, শুধু একটা মাত্র নক পাবার আশায় :( সে অনেকের সাথেই টেক্সটিং করে শুধু আমি ব্যাতীত -_- !! - বড্ড মনে চাচ্ছিলো একটা ফোন/টেক্স দিতে কিন্তু নিজের #EGO এর কাছে পরাজিত হতে হয়েছে…… :3 নাহলে ও 100+ বার এর উপরে মোবাইলটা হাতে নিয়ে তার নাম্বারটায় ডায়াল করেছি কিন্তু দু:খের বিষয় রিং টা বাজার আগেই লাইন ড্রপ করেছি :( [Because of my EGO] - রাগারাগি/মান অভীমান হতেই পারে :/ কিন্তু তার মানে এই না যে এটাই সম্পর্কের ইতি -_- [যাকে যতবেশী ভালবাসা যায় তার উপর ই ততবেশী রাগ/অভীমান করা যায় । ]
Posted on: Tue, 04 Nov 2014 14:19:47 +0000

Trending Topics



remium Korea Made copy - Cebu based ONLINE store READY for
ke to thank Earles
IBM to offer iPads and iPhones for business users WASHINGTON,
Sidomi Cesc Fabregas angkat suara tentang duet maut Barcelona

Recently Viewed Topics




© 2015