-কই এখন? -রাস্তায়। -কেন? - TopicsExpress



          

-কই এখন? -রাস্তায়। -কেন? রাতে খাওয়া হইছে? -বাসায় ঝগড়া হইছে। না খাইনি। -কিসের ঝগড়া? এত রাত হয়েছে এখনো বইসা আছো কেন? দৌডাও। -আব্বুর সাথে। আব্বু বাসায় ফেরে নাই খুজতেছি। -তবে তো সাংঘাতিক ঝগড়া হয়েছে। এখন ঠান্ডা তো? -হ্যা ঠান্ডা, বাবা কাকার ঘরে না খেয়ে ঘুমাইছে। এর পরে ১৫ মিনিট পার রিপ্লাই নেই মেয়ের। বাধ্য হয়ে ছেলেই আবার মেসেজ দিলো -কই গেলা? আবারও ৩০ মিনিট পার, এর পরে মেয়ের রিপ্লাই, -ঘুমাই গেছিলাম। -আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আবারও ৩০ মিনিট পার এখনো খোঁজ নেই মেয়েটার। ছেলেটার বাবা খায়নি তাই নিজেও খাবে না বলে ঠিক করেছে, ভেবেছে মেয়েটা হয়তো সব সময়ের মতো জোর করে খাওয়াবে। কিন্তু ঘুম তা করতে দেয়নি। কিন্তু এতে ছেলেটার কষ্ট নেই কারন সে বিশ্বাস করছে মেয়েটার চোখে খুব ঘুম সারাদিনের ক্লান্তি তৈ আছেই, হয়তো ঘুমের ঘোরে মেসেজিং করেছে। থাক আর কিছুক্ষন অপেক্ষা করে ঘুমিয়ে পরি। মোরাল: ভালবাসার মানুষের ভুল নিয়ে মন খারাপ করা উচিত্‍ না, বরং ভুলের কারন খোঁজা দরকার। মনে রাখবেন সমস্যা থাকতেই পারে। লেখা অর্থহীন চিহ্ন >>Ajob MAye
Posted on: Tue, 15 Oct 2013 07:10:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015