8081 গ্রামীনফোন এর নতুন - TopicsExpress



          

8081 গ্রামীনফোন এর নতুন পোর্ট । বর্তমানে গ্রামীনফোন এর ডাইনামিক IP 10.128.1.2 এর পরিপূরক হিসেব 10.165.23.78 এটি এসেছে । ধারনা করা হচ্ছে খুব শীঘ্রই গ্রামীন তাদের ডাউনামিক আইপি পরিবর্তন করে 10.165.23.78 এটি এবং পোর্ট 8080 থেকে 8081 করতে পারে । যার ফলাফল হিসেবে GPMMS দিয়ে ফ্রি চালানো বন্ধ হয়ে যেতে পারে । তবে এই পরিবর্তন এর জন্য গ্রীমনফোনকে অনেক সময় ব্যায় করতে হবে । কারন এটা তাদের পক্ষে হুট করেই পরিবর্তন করাটা সম্বব নয় । তবে ইতোমধ্যেই ফ্রি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য Airte l একটি আশার আলো । গ্রামীনফোন জানে তাদের ফ্রি নেট বন্ধ হওয়ার পর তারা কি পরিমান গ্রাহক হারাবে এবং Airtel এর গ্রাহক সংখ্যা বাড়বে । কিন্তু GPMMS এখনো সচল থাকায় Airtel দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহারকারীরা ততটা চিন্তিত নয় | 10.128.01.02:80 80 10.165.23.78:80 81
Posted on: Sun, 13 Oct 2013 05:44:06 +0000

Trending Topics



A:

Recently Viewed Topics




© 2015