Ajker Bangladesh, 03 February 2014: আজকের - TopicsExpress



          

Ajker Bangladesh, 03 February 2014: আজকের বিষয়: ‘জরিপের জনমত।’ সব দল ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি ভোট পেত- এমনটাই বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-ডিআইর জরিপ। ক্ষমতাসীনরা যে এর প্রতি আস্থা জানাবে, তা একরকম নিশ্চিত। আর এ জরিপে বিশ্বাস রাখতে পারছে না বিএনপিমনারা। গেল বছর নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে জনমত জরিপে প্রধান দুই দলের মধ্যে দেখা গেছে বিপরীত চিত্র। আজকের অতিথি: # গবেষক, লেখক ও সাংবাদিক আফসান চৌধুরী। # তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। # ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন। Post comments here, SMS 16232 using the hotkey AKBO or email [email protected]
Posted on: Mon, 03 Feb 2014 13:58:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015