Android Rooting কি ইন্টারনেট এ - TopicsExpress



          

Android Rooting কি ইন্টারনেট এ সার্চ করতে গিয়ে অথবা পরিচিত বন্ধু বান্ধব এর মুখে আমরা প্রায় সময় শুনে থাকি “তোর ফোন কি ROOT করা” বা “ROOT করা থাকলে অনেক সুবিধা পাওয়া যায়”।আসুন আসুন আজ আমরা ANDROID ROOT সম্বন্ধে পরিচিত হই। আমরা যে ANDROID PHONE ব্যাবহার করি তার মাঝে একটি OS (অপারেটিং সিস্টেম) আছে যা তৈরি হয়েছে বাণিজ্যিক ভাবে বেক্তিগত কাজে ব্যাবহার করার জন্য। অন্যান্য OS এর মত এতেও কিছু বৈশিষ্ঠ আছে যা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে যাতে আমরা না বুঝে OS এর কোনও ক্ষতি করতে পারি। ROOTING বলতে এই সিমাবদ্বতা দূর করাকে বুঝায়। একবার ROOT করার পর ANDROID PHONE ব্যাবহারকারী আরও বিস্তৃতভাবে বিভিন্ন সেটিংস্ নিয়ে কাজ করার সুবিধা ভোগ করে। মূলত ROOTING হচ্ছে OS এর ADMINISTRATIVE পাওয়ার সুবিধা ভোগ করা। যদিও এর সুবিধা অনেক কিন্তু এর প্রধান দুটি অসুবিধার কারনে অনেকে ফোন ROOT করে না। অসুবিধাগুলো নিম্নরুপঃ ফোন ROOT করার সাথে সাথে ওয়ারান্টি থাকলে তা বাতিল হয়ে যায়। ROOT করার সময় সাবধানে করা না হলে ফোন ডেড হয়ে যাবার সম্ভাবনা প্রচুর। অন্য আরেকদিন আমরা ফোন ROOT করার সুবিধা গুলো নিয়ে আলোচোনা করব।
Posted on: Fri, 13 Sep 2013 18:59:17 +0000

Trending Topics



e="min-height:30px;">
DET ER EN TOTAL AVSPORING Å GJØRE DENNE SAKEN TIL EN DEBATT OM
#Welwyn Job: CHEF DE PARTIE, CDP - HERTFORDSHIRE - Welwyn Garden
Blog- Part 2 This whole Bible version conflict is very much

Recently Viewed Topics




© 2015