Android ব্যাটারি backup : (Rooted/Super User) - TopicsExpress



          

Android ব্যাটারি backup : (Rooted/Super User) : আসলেই কি সম্ভব এন্ড্রয়েড এর ব্যাটারী এর Backup বাড়ানো ??? এন্ড্রয়েড এর ব্যাটারী Backup তেমন ভাবে বাড়ানো সম্ভব নয়। তবে কিছুটা ভাল পাওয়া যেতে পারে । মূলত Default হিসেবে, CPU সব সময় Performance বাড়াতে একটু বেশী ব্যবহৃত হয়। এতে ব্যাটারী একটু বেশী ব্যবহৃত হয়। তাই নিচের দুটি App আপনাকে সাহায্য করবে, একটু ভাল Backup পেতে। অনেকের ই অভিযোগ থাকে,এই App গুলো open থাকলে ব্যাটারী আরও শেষ হবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন, App টি কি সক্ষম, কাজের নয়। ***Cpu Master Pro: ১. প্রথমে cpu master pro সেটাপ করে Scaling হিসেবে ondemand সিলেক্ট করুন । এতে cpu কম ব্যবহার করবে । এতে চার্জ কম খরচ হবে। ২. ‍Set on Boot এ টিক মার্ক দিন। ৩. Apply করুন। ৪. সেটটি রিস্টার্ট দিন। Maximum and Minimum value এর কোন পরিবর্তন করবেন না। এটি আপনার সেট এর Cpu কত GHz এর, এর উপর নির্ভর করে। Link: 1st comment ***Battery Calibration: মোবাইল এর চার্জ ১০০% করুন। ১০০% হবার পরেও কিছু ক্ষন সেটটি চার্জ এ দিয়ে রাখুন। 1500mAh এর ব্যাটারীর চার্জ value 4209 পর্যন্ত উঠে, 1800mAh এর ব্যাটারীর চার্জ value 4225 পর্যন্ত উঠে। আপনার সেটটির চার্জ ভ্যালু 4200 এর আশে পাশে (যদি 4200 এর উপরে না উঠে, মূলত 1300mAh) আসলে, Calibration করুন। অতঃপর চার্জ থেকে খুলে ফেলুন। কাজ শেষ। Link For Battery Calibration: 2nd comment আপনাদের কাজ হলে, অবশ্যই জানাবেন।
Posted on: Sat, 11 Oct 2014 08:22:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015