BUET Admission Test/2012 এর Question Delta Academic Care - TopicsExpress



          

BUET Admission Test/2012 এর Question Delta Academic Care Medical,Engineering & University Admission Program ও Academic care for class (V-XII) Md.Younus Ali MBBS (DMC) Subject: Math Q1. If f(x)=x2 - 2|x| and g(x)= x2 +1,then (fog)(2) is [যদি f(x)=x2 - 2|x| এবং g(x)= x2 +1 হয় তবে (fog)(2) এর মান হবে] a. 5 b. 25 c. 15 d. 0 ans. 15 Q2. If x = 1/2 (-1+√-3) and y=½(-1-√-3), then the value of (1-x-y+xy) is a. 3 b. 2 c. 1 d. 0 ans. 3 Q3. For which values of k will (k+1) x2 + 2 (k+3)x+2k+3 be a perfect square? a. -3,-2 b. -3,2 c. 3,-2 d. 3,2 ans. 3,-2 Q4. For which value of k doesfail to be invertible? a. 5/2 b. 2 c. 5±√17/2 d. 3 ans.5±√17/2 Q5. Let A be a 3×3 matrix and |A| = -7. Then the value of |(2A)-1| is a. -1/14 b. -1/56 c. -8/ d. -2/7 ans. -1/56 Q6. In how many ways ca 8 different pearls be strung on a band so as to form a necklace. a. 8!/2 b. 7!/2 c. 8! d. 7! ans. 7!/2 Q7. The sum to 100 terms of the following series is 1+11+111+... a. 10/9 (10 100 -1)- 100 b. 10/9 (10 100 -1)-100/9 c. 10/81 (10 100 -1)-100/9 d. 10/81 (10 100 -1) ans. 10/81 (10 100 -1)-100/9 Q8. The values of x for which the points (1, .-x), (1, x) and (x2 -1) are on the same straight line is a. -4,3,4 b. -3,2,3 c. 2,3,4 d. -1,0,1 ans. -1,0,1 Q9. The circles x2 + y2 + 2x + c =0 and x2+ y2 + c = 0 touch each other if c is a. 2 b. 1 d. 1/2 e. 0 ans. 1/2 Q12. 9 kg weight is hanging from one end of a heavy uniform rod of length 12m. If the rod rests horizontally on a pole at a distance 5.25 m from that end, then the weight of the rod is [12m লম্বা একটি ভারী সুষম দন্ডের এক প্রান্তে 9 kg ওজন ঝুলানো আছে।উক্ত প্রান্ত থেকে 5.25 m দূরে যদি এক খুঁটির উপর দন্ডটি ভূমির সমান্তরালে অবস্থান করে তাবে দন্ডটির ওজন হবে] a. 47.25 kg b. 63 kg c. 61 kg d. 65 kg ans. 63 kg Q13. A carriage is moving with a velocity of 8kg h-1. In which direction an object in the carriage must be thrown with a velocity of 16 km h-1 so that it may move at right angle with the velocity of the carriage? [একটি গাড়ী 8kg h-1 বেগে চলছে। গাড়ী থেকে 16 km h-1বেগে একটি বস্তু কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটি গাড়ীর বেগের সাথে সমকোণে চসলবে? ] a. 90o b. 135o c. 150o d. 120o ans. 120o Q14. A bullet losses half of its velocity after penetrating 3cm into the target. If the resistance of the target is uniform, how much further it will penetrate? [একটি বুলেট লক্ষবস্তুর 3cm ভিতরে প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায়। লক্ষবস্তুর প্রতিরোধ সুষম হলে বুলেটটি আর কতদূর প্রবেশ করবে?] a. 2.0 cm b. 1.5 cm c. 1.0 cm d. 0.5 cm ans. 1.0 cm Q15.A 9kg mass at one end of a string passing over a smooth pulley draws up a mass of 6 kg at the other end of the string. The common acceleration of the masses is [মসৃণ পুলির উপর দিয়ে অতিক্রান্ত একটি সুতার এক প্রান্তে আটকানো 9kg ভরের একটি বস্তু 6 kg ভরের একটি বস্তুকে টেনে উপরে তুলছে। বস্তু দুইটির সাধারণ ত্বরণ হবে] a. 1.962m s-2 b. 1.862m s-2 c. 1.762m s-2 d. 1.662m s-2 ans. 1.962m s-2 Q16. If the straight line ax + y+ 1 = 0, x + y + a =0 and x + ay + 1=0 are concurrent, then the value of is a. -1,-2 b. 1,2 c. -1,2 d. 1,-2 ans. 1,-2 Q17. A man has 12 friends of whom 8 are relatives. In how many ways can be invite 7 friends so as to include 5 relatives? a. 480 b. 336 c. 39 d. 360 ans. 336 Q19. b. [2 x2a + xyh + 2y2 b] c. [x2 a + 2xyh + y2b] d. [x2 a + xyh xyh + y2b] ans. [x2 a + 2xyh + y2b] Q20. A salesman has 70% chance of making a sale to each customaer. The behaviour of successive sustomer is independent. If two customers, A and B, enter in the shop, what is the probability that the salesman will make a sale to A or B? a. 0.93 b. 0.91 c. 0.72 d. 0.50 ans. 0.91 Q21. For which value of a will be coefficients of x3 and x4 be equal in the expansion of (1+ax)8? a. 5/16 b. 16/5 c. 4/5 d. 5/4 ans. 4/5 Q22. The value of x in the equation tan x + tan 2x + tan 3x= tan x tan 2x tan 3x will be. a. nπ/5 b. nπ/3 c. nπ/4 d. nπ/12 ans. nπ/3 Q23. A particle possesses simultaneously three velocities of 7m s-1, 8m s-1, and 13 m s-1. If the particle is at rest, the angle between the directions of the two smaller velocities will be a. 90o b. 45o c. 60o d. 30o ans. 60o Q24. What force should be applied on a body of mass 36kg so that its velocity may be increased in one minute by 15 km per hour? a. 1.6N b. 2.5 N c. 6N d. 4 N ans. 2.5 N Q25. a. -7 b. 1/7 c. -5 d. 1/5 ans.-7 Q27. a. 2 b. 1/2 c. -1 d. 1 ans. 1 Q28. In a meeting after everyone had shaken hands with everyone else, it was found that 66 handshakes were exchanged. How may members were presents at the meeting? [একটি সভা শেষে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলেন। করর্দনের সংখ্যা 66 হলে কতজন লোক সভায় উপস্থিত ছিলেন?] a. 12 b. 24 c. 11 d. 33 ans. 12 Q29. The ordinate of the point P on the parabola y2 = 9x is 12. The focal distance of the point P will be [y2 = 9x পরাবৃত্তের উপরিস্থত P বিন্দুর 12 ঐ বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হবে] a. 20.25 b. 10.50 c. 18.25 d. 9.50 ans. 18.25 Q30. If y=px2 +qx-1/2, then 2x2y′′ - xy′ a. 2y2 b. y c. 0 d. 2y ans. 2y If 3 sec4 θ + 8=10 sec2 θ, then the value of tan θ is ans. ± 1 Q33.2x - 4y - 9 = 0 and 6x - 12y + 7 = 0 are the equations of two parallel tangents of a circle. What is the radius of the circle? [কোন বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের সমীকরণ 2x - 4y - 9 = 0 এবং 6x - 12y + 7 = 0হলে বৃত্তের ব্যাসার্ধ কত ] Q34. If the straight line passes through the points (-1,3) and (4,-2) then the lenght of the line intercepted between the axes of coordinates is[একটি সরল রেখা (-1,3) এবং (4,-2)] বিন্দু দিয়ে গেলে অক্ষ দুইটির মধ্যর্তী খন্ডিত ব্যাসার্ধ কত? a. 2√2 b. 2 c. 3√2 d. 2√3 ans. 2√2 Q35. If the resultant of two forces acting on a particle be at right angle to one of them and be one-third of the other then the ration of the forces is [যদি কোন কনার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবংএর মান অপরটির মানের এক-তৃতীয়াংশের সমান হয় তবে বলদ্বয়ের মানের অনুপাত হবে] a. 2√2:4 b. 2:3√3 c. 3√2:2 d. 2√2:3 ans. 2√2:3 Subject: Physics Q36. Two trains of lengths 200m 300m start with velocities 40 km h-1 and 30 km h-1respectively from a railway station along two parallel lines in the same direction. When eill they cross each other? [200m এবং 300m দৈর্ঘের দুইটি ট্রেন একটি ষ্টেশন থেকে একই দিকে দইটি সমান্তরাল রেলপথে যথাক্রমে 40 km h-1 এবং 30 km h-1 বেগে যাত্রা করে। কত সময়ে এরা পরস্পরকে অতিক্রম করবে? ] a. 2 minutes b. 3 minutes c. 4 minutes d. 3.5 minutes ans.3 minutes Q37. a. 0 b. 5 c. 6 d. -6 ans.5 Q38.The position of a particle in metres is given by x(t) = 16t-3t3, where the time t is in seconds. The particle is momentarily at rest when t is. [মিটারে প্রকাশিত একটি বস্তুর অবস্থান x(t) = 16t-3t3, যেখানে সময় t সেকেন্ডে প্রকাশিত। বস্তুটি ক্ষনিকের জন্য স্থিতাবস্থায় থাকে যখন t এর মান] a. 0.75 s b. 1.30 s c. 5.30 s d. 7.30 s ans. 1.30 s Q39. A feather and a lead ball are dropped from rest in vacuum on the moon. The acceleration of the feather will be [চাঁদের বায়ূশূণ্য স্থানে স্থিরাবস্থা থেকে একটি পালক ও একটি সীসার বলকে ফেলা হল। পালকের ত্বরণ হবে] a. more than that of the lead ball [সীসার বরের চেয়ে বেশী] b. the same as that of the lead ball [সীসার বলের সমান] c. 9.8 m s-2 d. less than that of the lead ball [সীসার বলের চেয়ে কম] ans. the same as that of the lead ball [সীসার বলের সমান] Q40. A 1000 kg airplane moves in straight flight at constant speed. The force of air friction is 1800 N. The net force on the plane is [1000kg ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথেউড্ডয়ন করছে। বাতাসের ঘর্ষণ বল1800 N ] a. 0 N b. 11800 N c. 1800N d. 9800N ans. 0 N Q41. A constant force of 8 N is exerted for 4 s on a 16 kg object initially at rest. the change in speed of this object will be [16kg ভরের একটি স্থির বস্তুর উপর 4 s ব্যাপী 8 N বল প্রযুক্ত হল। উক্ত বস্তুটির বেগের পরিবর্তন হবে ] a. 0.5 m s-1 b. 2.0 m s-1 c. 4.0 m s-1 d. 8.0 m s-1 ans. 2.0 m s-1 Q42. A horizontal thrust of at lest 200 N is required to start moving a 800 N crate initially a rest on a horizontal floor. the coefficient of static friction is [আনুভূমিক মেঝেতে স্থিরাবস্থায় 800 N ওজনের একটি ঝুড়িকে সরাতে কমপক্ষে 200 N আনুভূমিক দাক্কার প্রয়োজন। স্থিরাবস্থায় ঘর্ষণ সহগের মান ] a. 0.25 b. 0.125 c. 0.50 d. 4.00 ans. 0.25 Q43. In the bohr hydrogen model, an electron revolves round the proton is a cirular path of radius 5.2x10-11 m with a velocity of 2.18x106 m s-1. If electron has a mass of 9.1x10-31 kg what will be the centripetal force? [বোরের হাইড্রোজেন পরমানু মডেলে এটি ইলেকট্রন একটি প্রোটনের চারিদিকে5.2x10-11 m ব্যসার্ধের একটি বৃত্তাকার পথে 2.18x106 m s-1 বেগে প্রদক্ষিণ করে। ইলেকট্রনের ভর 9.1x10-31 হলে কেন্দ্রমূখী বল কত হবে?] a. 3.81x10-6 N b. 8.32x10-8 N c. 2.17x10-47 N d. 1.25x1026 N ans. 8.32x10-8 N Q44. Which of the following bodies has the largest kinetic energy? [নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশী] a. Mass M and velocity 4V [ভর M এবং বেগ 4V] b. Mass 2M and velocity 3V [ ভর 2M এবং বেগ 3V] c. Mass 3M and velocity 2V [ভর 3M এবং বেগ 2V] d Mass 3M and velocity V [ভর 3M এবং বেগ V] ans. Mass 2M and velocity 3V [ ভর 2M এবং বেগ 3V] Q45. Let M denote mass of earth and R denote its radius. The ratio g/G at the earths surface is [পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে পৃথিবী পৃষ্টে g/Gএর অনুপাত হবে] ans. MR2 Q46. A particle moves in a simple harmonic motion according to x=2 cos (50t), where x is in metres and t is in seconds. Its maximum velocity in m s-1 [একটি বস্তু x=2 cos (50t) অনুসারে সরল ছন্দিত গতিতে দুলছে, যেখানে x এর পরিমাপ মিটারে এবং t এর পরিমাপ সেকেন্ডে। ইহার সর্বোচ্চ বেগ m s-1 এককে হবে ] a. 100 sin (50t) b. 100 cos (50t) c. 100 d. 200 ans. 100 sin (50t) Q47. What will be the percentage of change in diameter of a wire if 1% change is length occure when it is stressed? Poisons ratio is 0.2 [বল প্রয়োগের ফলে একটি তারের দৈর্ঘ 1% পরিবর্তন হলে এর ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তিত হবে? পয়সনের অনুপাত 0.2] a. 2% b. 1% c. 5% d. 0.2% ans. 0.2% Q48. A glass containing 250mL of water is poured into acontainer with 1.25 L of water. Their temperatures are 80o C and 20o C, respectively. What will be the equilibrium temerature of water after mixing? [একটি গ্লাস হতে 250mL পানি 1.25 পানি ভর্তি একটি পাত্রে ঢালা হল। গ্লাস ও পাত্রের তাপমাত্রা যথাক্রমে 80o C এবং 20o C হলে তাদের মেশানের পানির তাপমাত্রা কত হবে?] a. 25o C b. 30o C c. 35o C d. 40o C ans. 30o C Q49. A standing wave a. can be constructed from two similar waves travelling in opposite directions [দুইটি সদৃশ্য বিপরীত দিকে অগ্রসরমান তরঙ্গের সাহায্যে গঠ করা হয়] b. must be transverse wave [অবশ্যই আড় তরঙ্গ] c. has motionless points that are closer than half a wavelength [অর্ধ তরঙ্গের চেয়ে কম দূরত্বে নিশপন্দ বিন্দু আছে] d. must be longitudinal wave [অবশ্যই দীঘল তরঙ্গ] ans. can be constructed from two similar waves travelling in opposite directions [দুইটি সদৃশ্য বিপরীত দিকে অগ্রসরমান তরঙ্গের সাহায্যে গঠ করা হয়] Q50. Which one is more effective in cooling a hot object? [গরম বস্তু ঠান্ডা করতে কোনটি অধিক উপযোগী] a. Cold air [শীতল বাতাস] b. Ice [বরফ] c. Cold water [শীতল পানি] d. A the same [সবগুল সমান] ans. Cold water [শীতল পানি] Q51. What will be the frequency of sond to a pilot travelling at 2 Mach speed toward the source of the sound? [2 Mach গতি শব্দের উৎসের দিকে ধাবমান একটি বিমানের পাইলটের শ্রুত শব্দের কম্পাংক কত হবে?] a. 4 times[চারগুন] b. 3 times [তিনগুন] c. 2 times [দুইগুন] d. same [একই] ans. 3 times [তিনগুন] Q52. How many revolutions per hour are required for a disc with 200 holes to produce a tune of 10 Hz? [200 ছিদ্র বিশিষ্ট একটি চাকতি প্রতি ঘন্টায় কতবার ঘুরলে নির্গত সুরের কম্পাংক 10 Hz হবে?] a. 200 times [২০০ বার] b. 180 times [১৮০ বার] c. 50 times [৫০ বার] d. 100 times [১০০ বার] ans. 180 times [১৮০ বার] Q53. A positively charged metal sphere M is brought into contact with an uncharged metal sphere N. As a result. [ধরাত্বক চার্জে চার্জিত ধাতব গোলক M কে অচার্জত N এর সংস্পর্শে আনা হল। তার ফলে ] a. M is positively charged and N neutral [গোলক M ধনাত্বক চার্জে চার্জিত এবং গোলক N চার্জ নিরপেক্ষ] b. M is neutral and N is positively charged [গোলক M চার্জ নিরপেক্ষ এবং গোলক N ধনাত্বক চার্জে চার্জিত] c. both sheres are positively charged [উভয় গোলক ধনাত্বক চার্জে চার্জিত] d. M is positively charged and N is negatively charged [গোলক M ধানত্বক চার্জে চার্জিত এবং গোলক N ঋণাত্বক চার্জে চার্জিত] ans. both sheres are positively charged [উভয় গোলক ধনাত্বক চার্জে চার্জিত] Q54. During a lightening ischarge, 30 C of charge moves through a potential defference of 1.0x108 V in 2.0x10-2s. The evergy released by this lightening bolt is [বজ্রপাতের সময় 30 C চার্জ 1.0x108 V বিভব পার্থক্যের মধ্যে 2.0x10-2s সময়ে নি:সরিত হয়। ঐ বজ্রনিনাদের সাথে অবমুক্ত শক্তির পরিমান হল ] a. 3.3 x 106J b. 6.0 x107J c. 3.0x109J d. 1.5x1011J ans. 3.0x109J Q55. An air filled parallel plate capacitor has a capacitance of 1 pF. The plate separation is then doubled and a wax dielectric is inserted, completely filling the space between the plates. As a result, the capacitance became 2pF. The dielectric constant of the wax is [বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 pF। পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে পাত দৃটির মধ্যবর্তী স্থান সম্পূর্ণরূপে মোম পরামাধ্যম দিয়ে পূর্ণ করা হল। ফলে ধারকত্ব 2pF হয়। মোমের ডাইলেকট্রিক ধ্রুবক হল ] a. 4.0 b. 2.0 c. 0.50 d. 0.25 ans. 4.0 Q56.A tungsten bulb is connected to a 110 V battery. The surface area of the bulb is 0.4 cm2 . The bulb emits evergy by radiation at 3000K. What is the input current of the bulb? (σ=5.7x10-8W m-2 K-4) [110 V ব্যাটারীর সাথে সংযুক্তএকটি টাংস্টেন বাতির পৃষ্ঠ ক্ষেত্রফল 0.4 cm2 এটি 3000K তাপমাত্রায় আলো ছড়াচ্ছে। বাতিটির বিদ্যুৎ প্রবাহের মান কত? ] (σ=5.7x10-8W m-2 K-4) a. 2 A b. 1.68 A c. 1.5 A d. A 1 ans. 1.68 A Q57. A 10-turn ideal solenoid has an inductance of 3.5 mH. When the solenoid carries a current of 2 A the magnetic flux through each turn is [10 পাকে একটি আদর্শ সলিনয়েডের আবেশের পরিমান 3.5 mH. সলিনয়েডের মধ্যে 2 A বিদ্যুৎ প্রবাহিত হলে প্রতি পাকের জন্য চৌম্বক ফ্লাক্স হবে] a. 7.0 x 10-3 Wb b. 7.0 x 10-4 c. 3.5 x 10-4 Wb d. 0 Wb ans. 7.0 x 10-4 Q58. The reason that there are two slits, rather than one, in Youngs experiment is [ইয়ং এর পরীক্ষায় একটি নয়, দুইটি চির থাকার কারণ হল] a. one slit is for →E fields, the other for →B fields [একটি চির →E ক্ষেত্রের জন্য এবং অপরটি →B ক্ষেত্রের জন্য] b. to create a path difference [পথের দূরত্বের পার্থক্য সৃষ্টির জন্য] c. to increase the intensity [তীব্রতা বাড়ানো] d. one slit is for frequency, the other for wavelength [একটি চির কম্পাংকের জন্য এবং অপরটি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য] ans. to create a path difference [পথের দূরত্বের পার্থক্য সৃষ্টির জন্য] Q59. 12 A current is flowing through an inductor having self-inductance of 10 henry. If 600 V is induced in it in 50 ms, what is the value of the current? [ 10 henry স্বকীয় আবেশের একটি আবেশকের মধ্য দিয়ে 12 A বিদ্যুৎ প্রবহমান। এতে 50 ms এ 600 V তড়িৎ চালক শক্তি আবিষ্ট হলে তড়িৎ প্রবাহের মান কত? ] a. 15 A b. 12 A c. 9 A d. 6 A ans. 9 A Q60. The distance between two lenses of a telescope having a magnification factor 4 is 36 cm. What are the focal lengths of the two lenses? [4 বিবর্ধন ক্ষমতা বিশিষ্ট একটি নভো-দূরবীক্ষণ যন্ত্রের দুইটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব 36 cm লেন্স দুইটির ফোকাস দূরত্ব কত হবে] a. 7.2cm, 28.8 cm b. 5 cm, 20 cm c. 45 cm, 180 cm d. 27 cm, 108 cm ans. 7.2cm, 28.8 cm Q61. If a 40 W and a 60 W lamps are connected in series, which bulb will be brighter? [ একটি 40 W ও একটি 60 W বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে কোন বাতিটি বেশী উজ্জ্বল আলো দিবে?] a. This will depend on the voltage supply [সাপ্লইয়ের ভোল্টেজের উপর নির্ভর করবে] b. 40 W lamp c. 60 W lamp d. Both will be the same [দুইটি উজ্জ্বল্য সমান] ans. 40 W lamp Q62. If the one-way distance from radar station to moon is 3.8 x 108 m, the time for radar signal to travel to the moon and back is [রাডার ষ্টেশন থেকে চাঁদের দূরত্ব 3.8 x 108 m হলে রাডার সংক্তে চাঁদে যাওয়া ও ফেরত আসার জন্য প্রয়োজনীয় সময়] a. 1.3 s b. 2.5 s c. 8.0 s d. 8.0 min ans. 2.5 s Q63. A high voltage applied to a neon tube causes a current to flow through the tube. Which one of the following are the particles that flow towards the cathode? [একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেয়া হলে বাতিটির ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হয়। টিউবের ক্যাথোডের দিকে কোন কনা প্রবাহিত হয়?] a. Negatively charged neon ions [ঋণাত্বক নিয়ন আয়ন] b. Positively charged neon ions [ধণাত্বক নিয়ন আয়ন] c Electron d. Proton ans. Positively charged neon ions [ধণাত্বক নিয়ন আয়ন] Q64. A particle with zero mass and evergy E carries momentum [শূণ্য ভর এবং E শক্তি বিশিষ্ট কনার ভরবেগ হল] a. E/C b. √EC c. EC2 d. EC ans. E/C Q65. If each fan consumes 90W and each light consumes 45 W of power, which of the following loads may be connected to a 450 W IPS? [450 W এর IPS এর মাধ্যমে নীচের কোন লোড চালান সম্ভব হবে যখন প্রতিটি ফ্যান 90W এবং প্রতিটি বাতি 45 W ব্যবহার করে। ] a. 4 fans and 4 lights b. 3 fans and 5 lights c. 3 fans and 4 lights d. 4 fans and 3 lights ans. 3 fans and 4 lights Q66. A given doped semiconductor ca be identified a p-or n-type by [একটি অদ্রব্যযুক্ত অর্ধপরিবাহী p অথবা n ধরন নির্ণয় করা হয়] a. Derforming Hall-effect experiment [হল-ইফেক্ট পরীক্ষার সাহায্যে] b. measuring its heat capacity [ইহার তাপ ধারকত্ব মেপে] c. measuring its coefficient of resistivity [ইহার রোধের সহগ মেপে] d. measuring its electrical conductivity [ইহার বিদ্যূৎ পরিবাহতিা মেপে] ans. Derforming Hall-effect experiment [হল-ইফেক্ট পরীক্ষার সাহায্যে] Q67. The anti particle of electron is [ইলেক্ট্রনের এ্টি পার্টিকেল হল] a. anti proton b. positron c. neutron d. proton ans, positron Q68. The most evergetic form of non ionizing radiation is [সবচেয়ে শক্তিশালী নন-আয়োনাইজিং রেডিয়েশন হল] a. inra-red light [লবলোহিত রশ্মি] b. microwave c. radar d. ultra-violet light [অতি বিগুনী রশ্মি] ans. ultra-violet light [অতি বিগুনী রশ্মি] Q69. The velocity of light iis hte lowest in which colur glass? [কোন রঙের কাঁচের আলোর বেগ সবচেয় কম?] a. red b. green c. blue d. violet ans. violet Q70. Diamagnetic materials is [ ডায়াচৌম্বকীয় পদার্থ হল] a. strongly repulsive with a magnet [চুম্বক দিয়ে প্রবলভাবে বিকর্ষিত হয়] b. strongly repulsive with a magnet [চুম্বক দিয়ে প্রবলভাবে আকর্ষিত হয়] c. lightly attractive with a magnet [চুম্বক দিয়ে ক্ষীণভাবে আকর্ষিত হয়] d. lightly repulsive with a magnet [চুম্বক দিয়ে ক্ষীণভাবে বিকর্ষিত হয়] ans. lightly repulsive with a magnet [চুম্বক দিয়ে ক্ষীণভাবে বিকর্ষিত হয়] Q71. Which is not true for x-ray? [এক্স-রে এর জন্য কোনটি সঠিক নয়?] a. It does not have any charge [এটির কোন চার্জ নেই] b. It can be focused on a single point [এটি একটি বিন্দুতে একিভূত করা যায়] c. It is not deflected by magnetic field [এটি চৌম্বকক্ষেত্র দিয়ে বিচ্যুত হয় না] d. It is not deflected by electric field [এটি তড়িৎক্ষেত্র দিয়ে বিচ্যুত হয় না] ans. It can be focused on a single point [এটি একটি বিন্দুতে একিভূত করা যায়] Q72. Which of the following phenomena suggests that light may be a transverse wave? [নীচের কোন বৈশিষ্ট্য বলে দেয় যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ হতে পারে?] a. Polarisation [সমবর্তন] b. Interference [ব্যতিচার] c. Refraction [প্রতিসরণ] d. Reflection [প্রতিফলন] ans. Polarisation [সমবর্তন] Subject: Chemistry Q73. The evergy change for the process of adding an electron to a neutral atom in the gaseous state is called [গ্যাসীয় অবস্থায় রিপেক্ষ পরমানুতে একটি ইলেক্ট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয় তাকে বলা হয়] a. electronegativity [ইলেকট্রনেগেটিভিটি] b. ionisation potentioal [আয়নীকরণ বিভব] c. electron affivity [ইলেকট্রন আসক্তি] d. ionisation evergy [আয়নীকরণ শক্তি] ans. electron affivity [ইলেকট্রন আসক্তি] Q74. Which one of the following oxide is used to make pyrex glass? [নীচের অক্সাইডগুলোর মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস তৈরী করতে ব্যবহৃত হয়?] a. A12O3 b. SiO2 c. LiO2 d. B2O3 ans. B2O3 Q75. The electronic configuration of the element present in the IIA group of the 4th period of the periodic table is [পর্যায় সারণীর ৪র্থ পিরিয়ডের IIA গ্রুপে উপস্থিত মৌলটির ইলেকট্রন বিন্যাস হল] a. None of the above b. 1s22s22p63s23p64s2 c. 1s22s22p63s23p64s2 3d2 d. 1s22s22p63s23p6 ans. 1s22s22p63s23p64s2 Q76. A sufficient amount of AgNo3 solution is added to the aqueous sulution of Co(NH3)4C13. The number of moles of AgC1 precipitated is [Co(NH3)4C13 এর জলীয় দ্রবণে যথেষ্ট পরিমাণ AgNo3 দ্রবণ যোগ করলে অধ:ক্ষেপিত AgC1 এর মোল সংখ্যা হল] a. 1 b. 2 c. 3 d. 0 ans. 1 Q77. Which one of the following equations is a redox reaction? [নীচের সমীকরণগুলোর মধ্যে কোনটি জারণ-বিজারণ বিক্রয়া?] a. Cr2O72- + 2OH- →2Cr2O42- + H2O b. H2O2 + KOH →KHO2 + H2O c. Ca(HCO3)2 → CaCO3 + CO2 + H2O d. K + O2 →KO2 ans. K + O2 →KO2 Q78. Whic one of the following statement is true for all neutral atoms of an element? [একটি মৌলের সকল নিরপেক্ষ পরমাণুর জন্য নীচের কোন উক্তটি সঠিক?] a. They have the same number of electrons and protons [তাদের সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন রয়েছে] b. They have the same number of neutrons and protons [তাদের সমান সংখ্যক নিউট্রন ও প্রোটন রয়েছে] c. They have the same sumber of protons, neutrons and electrons [তাদের সমান সংখ্যক নিউট্রন ও প্রোটন রয়েছে ও ইলেকট্রন রয়েছে] d. They have the same number of electrons and neutrons [তাদের সমান সংখ্যক ইলেকট্রন নিউট্রন রয়েছে] ans. They have the same number of electrons and protons [তাদের সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন রয়েছে] Q79. White vinegar is a solution of [সাদা ভিনেগার দ্রবণটি হল] a. 5% aqueous solution of formic acid [ফরমিক এমিডের ৫% জলীয় দ্রবন] b. 5% aqueous solution of acetic acid [এসিটিক এমিডের ৫% জলীয় দ্রবন] c. 1% aqueous solution of formic acid [ফরমিক এমিডের ১% জলীয় দ্রবন] d. 1% aqueous solution of acetic acid [এসিটিক এমিডের ১% জলীয় দ্রবন] ans. 5% aqueous solution of acetic acid [এসিটিক এমিডের ৫% জলীয় দ্রবন] Q80. Which groups in the periodic table contain both metals and non-metals [পর্যায় সারণীর কোন গ্রুপগুলোতে ধাতু ও অধাতু উভয়ই রয়েছে?] a. IIA, IVA, VA, VIIA b. IIIA, IVA, VA, VIA c. IIA, IIIA, IVA, VA d. 1A, IIA, IIIA, IVA ans. IIIA, IVA, VA, VIA Q81. Light scattering properties of colloidal solution is called [কলয়ডাল দ্রবণের চারিদকে আলো চড়ানোর ধর্মকে বলা হয়] a. Both B and C b. Brownian effect [ব্রাউনিয়ান ইফেক্ট] c. Tyndall effect [টিনডাল ইফেক্ট] d. Faraday effect [ফ্যারাডে ইফেক্ট] ans. Tyndall effect [টিনডাল ইফেক্ট] Q82. In van der Waals equation, the constant a is related to [ভ্যান ডার ওয়ালস্ সমীকরণে দ্রুবক a যার সাথে সম্পর্কযুক্ত] a. actual volume of the molecules [অনুগুলোর প্রকৃত আয়তন] b. inermolecular repulsion [আন্ত:আণবিক বিকর্ষণ] c. inermolecular attraction [আন্ত:আণবিক আকর্ষণ] d. Both B and C ans. inermolecular attraction [আন্ত:আণবিক আকর্ষণ] Q83. Which one of the following is the weakest type of interaction? [নীচের কোনটি সবচেয়ে দূর্বল প্রকৃতির মিথস্ক্রিয়া?] a. Dipole attraction [দ্বিপোল আকর্ষণ] b. Covalent bond [সমযোজী বন্ধন] c. Hydrogen bond [হাইড্রজেন বন্ধন] d. van der Waals attraction [ভ্যান ডার ওয়ালস্ আকর্ষণ] ans.van der Waals attraction [ভ্যান ডার ওয়ালস্ আকর্ষণ] Q84. Which one of the following series of species is correct in order of increasing bond angel (O-N-O)? [নীচের নমূনাসারিগুলোর বর্ধিত বন্ধ কোণ (O-N-O) অনুসারে কোনটি সঠিক] a. NO2-
Posted on: Fri, 26 Dec 2014 13:30:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015